Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলকাতায় বাংলাদেশি সিনেমার উৎসব


৩০ ডিসেম্বর ২০১৭ ১১:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

২০১৮ সালের শুরুতেই কলকাতায় অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। ঢাকায় নির্মিত ৪০টি চলচ্চিত্র নিয়ে ৪ দিনব্যাপী এ উৎসব শুরু হচ্ছে আগামী ৫ জানুয়ারি।

কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন আয়োজিত এ উৎসবে মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত চলচ্চিত্রই বেশি দেখানো হবে। তবে প্রদর্শিত হবে বাংলাদেশে নির্মিত ভিন্ন গল্পের ছবিও।

আগামী ৫ জানুয়ারি কলকাতার সাংস্কৃতিক কেন্দ্র নন্দনে উৎসবের উদ্বোধন হবে। উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ছবি দেখানো হবে কলকাতার নন্দনের দুটি প্রেক্ষাগৃহ এবং নজরুল তীর্থ মিলনায়তনে।

উৎসব প্রসঙ্গে নির্মাতা মোরশেদুল ইসলাম বলেন, ‘এটি খুবই ভালো উদ্যোগ। এই উৎসবে এসে কলকাতার দর্শকরা আমাদের ছবি সম্পর্কে জানতে পারবে। মুক্তিযুদ্ধ নিয়ে স্পষ্ঠ ধারণা দেয়ার জন্য এ ধরনের উৎসব নিয়মিত হওয়া জরুরী।’

বিজ্ঞাপন

উৎসবে দেখানো উল্লেখযোগ্য ছবির মধ্যে আছে গেরিলা, অনিল বাগচীর একদিন, স্বাধীনতা আমার স্বাধীনতা, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, আমার বন্ধু রাশেদ, একাত্তরের মা জননী, মৃত্তিকা মায়া, চিরঞ্জীব বঙ্গবন্ধু, একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি, লাল সবুজের সুর।

সারাবাংলা/টিএস/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর