Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমিরের হাতে রাখি বাঁধলেন কারা?


২৭ আগস্ট ২০১৮ ১৮:৪৯ | আপডেট: ২৭ আগস্ট ২০১৮ ১৯:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমির খান

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

তিনি বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। এ কথা বললেই সবাই তাকে চিনে ফেলেন। হ্যাঁ, তিনি আমির খান। জীবন ধারাকেই পরিবর্তন করে ফেলেছেন তিনি। অভিনয় জীবন তো অবশ্যই, পারিবারিক, সামজিক কাজেও তিনি একদমই ভিন্ন অন্যদের চেয়ে।

রোববার (২৬ আগস্ট) ভারতে অনুষ্ঠিত হয়েছে রাখি বন্ধন উৎসব। এই উৎসব মূলত সনাতন ধর্মাবলম্বীরা পালন করে থাকেন। এই উৎসবে বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে দেয়, যেন সব অশুভ বিষয় থেকে ভাই রক্ষা পায়।

https://twitter.com/aamir_khan/status/1033759613064073216

এই উৎসবে অংশ নিয়েছিলেন আমির খানও। তার হাতে রাখি বেঁধে দিয়েছেন আমিরের দুই বোন। তারা হলেন নিখাত ও ফরহাত খান। রোববার রাতে এই আয়োজনে অংশ নেন আমির ও তার দুই বোন। রাখি বন্ধনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন আমির নিজেই। যেখানে দেখা যাচ্ছে আমিরের হাতে রাখি বেঁধে দিচ্ছেন তার বোনেরা।

বিজ্ঞাপন

মোট তিনটি ছবি শেয়ার করেছেন আমির খান। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সবাইকে রাখি বন্ধনের শুভেচ্ছা ও ভালোবাসা।’ ভক্তরা অবশ্য এই কথাটুকুতেই আনন্দিত। ভক্তরা মন্তব্য করেছেন, আমির তার ক্যাপশনের মতোই সাধারন আর তাই তার ব্যক্তিত্ব সুন্দর এবং অসাধারন।

সারাবাংলা/পিএ/পিএম

আমির খান রাখি বন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর