আজীবন নিষিদ্ধ হলেন অনন্য মামুন
৩০ ডিসেম্বর ২০১৭ ১৬:২৫
এন্টারটেইমেন্ট করেসপনডেন্ট
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে চলচ্চিত্র পরিচালক অনন্য মামুনকে। মালয়েশিয়ায় মানব পাচারের অভিযোগে গ্রেফতার হওয়ায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক সমিতি। শনিবার (৩০ ডিসেম্বর) বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেন সমিতির সদস্যরা।
অনন্য মামুনের সাথে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির এখনো কোনো কথা হয়নি। সংবাদ মাধ্যম থেকে মামুনের বিরুদ্ধে অভিযোগের কথা জেনেই নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে সমিতি। মালয়েশিয়ান দূতাবাসেও কথা হয়নি সমিতির নেতাদের।
নিষিদ্ধ হওয়ার ফলে, আর কোনো সিনেমা নির্মাণ করতে পারবেন না মামুন। নিশ্চিত করেছেন পরিচালক সমিতির সহ সভাপতি মনতাজুর রহমান আকবর।
মামুন পরিচালিত মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘বন্ধন’ মুক্তিতে কোনো ঝামেলা আছে কিনা? জানতে চাইলে আকবর বলেন, ‘সিনেমাটি মুক্তি দিতে সমস্যা এখনো দেখছি না।’
এর আগে ২০১৫ সালের ২৬ ডিসেম্বর পরিচালক সমিতির এক জরুরি বৈঠকের মাধ্যমে প্রথম সদস্যপদ বাতিল করা হয় অনন্য মামুনের। তখন তার বিরুদ্ধে অভিযোগ ছিল- যৌথ-প্রযোজনার নামে প্রতারণা এবং জাল সার্টিফিকেট দিয়ে পরিচালক সমিতির সদস্যপদ নেওয়া। এরপর অঙ্গীকারনামা দিয়ে সেই সদস্যপদ ফিরে পান মামুন।
সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে ৫৭ জন আদম পাচারের অভিযোগে তরুণ নির্মাতা অনন্য মামুনকে গ্রেফতার করে মালয়েশিয়ান পুলিশ। গত ২৪ ডিসেম্বর দেশটির রাজধানী কুয়ালালামপুরের এলপি নামের একটি ভবন থেকে তাকেসহ ১৯ জনকে গ্রেফতার করা হয়। বর্তমানে মালয়েশিয়ান পুলিশের হেফাজতে আছেন অনন্য মামুন।
সারাবাংলা/পিএ/পিএম