Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাওয়াই দ্বীপে মালাবদল করবেন প্রিয়াঙ্কা-নিক


২৮ আগস্ট ২০১৮ ১৭:৫৭ | আপডেট: ২৮ আগস্ট ২০১৮ ১৮:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

Priyanka Nick

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার বাগদান হয়ে গেল বেশ ঘটা করে। বাগদানের আলোচনাও আপাতত শেষ। দুজনেই ফিরে গেছেন নিজেদের কর্মক্ষেত্রে। কাজ করছেন সিনেমায় আর গানে। তবে এ জুটির ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, কবে বিয়ে করবেন নিকিয়াঙ্কা। আর বিয়ের অনুষ্ঠান হবে কোথায়?

প্রেমের কথা স্বীকার করলেন তারা

প্রিয়াঙ্কা চোপরা ওনিক জেনাস

শোনা যাচ্ছে, হাওয়াই দ্বীপেই নাকি বিয়ের অনুষ্ঠান করবেন নিক-প্রিয়াঙ্কা। নিকের পছন্দ সমুদ্র, আর প্রিয়াঙ্কা পছন্দ করেন দ্বীপদেশ। তাই প্রশান্ত মহাসাগরে হাওয়াই দ্বীপপুঞ্জ হতে পারে এ জুটির আকাঙ্ক্ষিত বিয়ের গন্তব্য। বিয়েটা যেখানেই হোক, ধারণা করা হচ্ছে বাগদানের মতো তাদের বিয়ের অনুষ্ঠান নিয়েও বেশ ভালোই আলোড়ন উঠবে সবখানে।

বিজ্ঞাপন

আরও পড়ুন :  ‘বিষয়টা সময়ের ওপর ছেড়ে দিয়েছি’


বিয়ের স্থান অনেকটা নিশ্চিত হয়ে গেলেও নিক-প্রিয়াঙ্কা কবে বিয়ে করবে সেটি এখনও নিশ্চিত করে বলেনি কোন পক্ষ। হলিউড-বলিউডের কোন স্বীকৃত গসিপ ম্যাগাজিনও জানাচ্ছে না তাদের বিয়ের তারিখ। তবে প্রিয়াঙ্কার ঘনিষ্ট একটি সূত্র জানাচ্ছে ডিসেম্বরেই হয়তো মালাবদল করবেন এ জুটি।

সারাবাংলা/টিএস/পিএ

নিক জোনাস প্রিয়াঙ্কা চোপড়া

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

আরো

সম্পর্কিত খবর