Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিরেক্টর’স গিল্ডের নতুন উদ্যোগ


৩০ ডিসেম্বর ২০১৭ ১৭:৪১

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

নতুন উদ্যোগ নিয়েছে ডিরেক্টরস গিল্ড। চলচ্চিত্র আর টেলিভিশনে কাজ করতে আগ্রহি তরুণদের প্রশিক্ষনের আয়োজন করতে যাচ্ছে সংগঠনটি। সংগঠনের পক্ষে আজ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

তিন মাসের এই ফিল্ম এ্যাপ্রিসিয়েশন কোর্স শুরু হবে আসছে ফেব্রুয়ারি মাসে। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার বিকেলে এবং শুক্র ও শনিবার সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লাশ নেয়া হবে। ক্লাস নেবেন চলচ্চিত্র আর টেলিভিশন অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিত্বরা।

কোর্সে ভর্তি হতে সকলকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।  প্রতি কোর্সে সর্বোচ্চ ৩০ জন ছাত্র অংশগ্রহণ করতে পারবে। কোর্সটিতে লেকচার, প্রাকটিক্যাল ক্লাস ও নাটক-চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর পাশাপাশি বিষয়গত জ্ঞান প্রদান করা হবে। কোর্স শেষে একটি এ্যাডভান্স ডিপ্লোমা কোর্সেরও আয়োজন করা হবে।

সারাবাংলা/টিএস/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর