Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেড়েছে শুধু জান্নাত ছবির হল সংখ্যা


৩১ আগস্ট ২০১৮ ১৩:৩৩

মানিক সাইমন মাহি

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে চারটি সিনেমা। বরাবরের মতো শাকিব খান অভিনীত ‘ক্যাপ্টেন খান’ ছবিটি মুক্তির প্রথম সপ্তাহে প্রদর্শিত হয়েছে ১৭০টি সিনেমা হলে। তার পরেই ছিল ‘মনে রেখ’ সিনেমার অবস্থান। ছবিটি মুক্তির প্রথম সপ্তাহে ৬০টি প্রদর্শিত হয়। ‘বেপরোয়া’ ঢাকার বাইরে একটি হলে এবং ‘জান্নাত’ ছবিটি প্রদর্শিত হয়েছে ২১টি হলে।

খুব সাধারণভাবে এটাই হওয়ার কথা ছিল যে শাকিব খানের ‘ক্যাপ্টেন খান’ বা মাহি অভিনীত ‘মনে রেখ’ চলে আসার কথা ছিল আলোচনায়। কিন্তু সব সমিকরণ উল্টে গেছে ঈদুল আজহায়। প্রথম সপ্তাহের মধ্যেই দর্শক খরায় পড়েছে ছবি দুটি। রাজধানীর মধুমিতা, বলাকা, অভিসারসহ বিভিন্ন হল কর্তৃপক্ষ তাই বলছে। চলচ্চিত্রপাড়া কাকরাইলেও উড়ছে একই খবর।

সিনেমায় এই অনিহার মধ্যেও আগ্রহ জাগিয়েছে সিনেমা ‘জান্নাত’। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ছবিতে অভিনয় করেছে সাইমন-মাহি জুটি। একটু ভিন্ন গল্পে তাদের রসায়ন ভালো লাগতে শুরু করেছে দর্শকদের কাছে।

দ্বিতীয় সপ্তাহে এসে ‘জান্নাত’ ছবিটি পুরনো ২১টি সহ নতুন ২০টি প্রদর্শিত হচ্ছে। রাজধানীর মধুমিতা, সনি, সৈনিক ক্লাব, পদ্মাসহ বেশ কটি বড় বড় সিনেমা হলে নতুন করে প্রদর্শিত হচ্ছে ছবিটি। ৭ সেপ্টেম্বর থেকে ছবিটি রাজধানীর বলাকা, শ্যামলী, চট্টগ্রামের আলমাস, সিলেটের নন্দীতা, চালার রজনীগন্ধাসহ আরও অনেক হলেই প্রদর্শিত হবে।

স্বাভাবিক কারণেই কিছুটা আনন্দিত পরিচালক। মানিক বলেন, ‘ছবিটি নিয়ে হল মালিক বা প্রদর্শকদের মধ্যে ছবিটি নিয়ে আগ্রহ দেখছি। এটা নিশ্চয়ই ভালো লাগার মতো খবর। প্রথম সপ্তাহে অনেকেই জানতে চেয়েছেন যে কোথায় দেখবেন ছবিটি। আমার মনে হয় আজ (৩১ আগস্ট) থেকে পাশের হলেই দেখতে পাবেন জান্নাত। আর ৭ সেপ্টেম্বরের পরে সিঙ্গেল স্ক্রিন ও রাজধানীর মাল্টিপ্লেক্সেও ছবিটি দেখতে পাবেন দর্শকরা।’

বিজ্ঞাপন

সমসাময়িক জঙ্গীবাদ বিষয় আছে ‘জান্নাত ছবির গল্পে। তার সঙ্গে খুব নিখুঁতবুননে প্রেমের একটি সম্পর্ক গল্পে মিশিয়েছেন গল্পকার সুদীপ্ত সাঈদ খান।

সারাবাংলা/পিএ/আরএসও

জান্নাত ঢালিউড মাহি মোস্তাফিজুর রহমান মানিক সাইমন সাদিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর