দাঁড়ির কারণে সিনেমা ছাড়লেন অভিনেতা
১ সেপ্টেম্বর ২০১৮ ১৭:১৫
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
কাছাকাছি সময়ে দুটি সিনেমার কাজে হাত দিয়েছিলেন সনু সুদ। ছবি দুটির জন্য দরকার ভিন্ন ভিন্ন দুটি লুক। একটিতে সনুর চরিত্রটি হবে দাঁড়িওয়ালা যুবকের, অপর সিনেমায় নিজেকে দেখাতে হবে ক্লিন শেভ পরিপাটি হিসেবে। দুটি ছবির শুটিংই পাশাপাশি চলছিল বলে সনু পড়েছিলেন বিপাকে। যে কারণে শেষ পর্যন্ত একটি ছবি ছাড়তে হলো ‘আশিক বানায়া আপনে’ খ্যাত এই অভিনেতাকে।
ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিতব্য ‘মনিকর্নিকা’ ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন সনু। একদম মাঝপথেই ছবিটির নির্মাতাকে না করে দিয়েছেন তিনি। এই সময়ে তিনি অভিনয় করবেন রোহিত শেট্টির ‘সিমবা’ ছবিতে। সিনেমায় ভিলেন সনুর সঙ্গে আরও অভিনয় করছেন রণবীর সিং, অজয় দেবগন ও সারা আলী খান।
মনিকর্নিকা থেকে সরে দাঁড়ানোর পর সনু ও কঙ্গনার মধ্যে শুরু হয়েছে ঠান্ডা লড়াই। সনুর আচরণকে ‘অপেশাদার’ বলে মন্তব্য করেছেন কঙ্গনা। সংশ্লিষ্ট একটি সূত্র জানাচ্ছে, সনু নাকি পরিচালককে অনুরোধ করছিলেন তার অংশটুকু আবার শুট করতে। এছাড়া তার দৃশ্য ও চিত্রনাট্যে কিছুটা পরিবর্তন আনতেও বলেছিলেন এই অভিনেতা। সুনর এই আবেদনে সাড়া পাওয়া যায়নি। যে কারণে ছবিটি ছেড়ে দেন এই অভিনেতা।
মনিকর্নিকা ছবির এক টিম মেম্বার জানাচ্ছে, সিমবার জন্য শিডিউলে কিছু পরিবর্তন আনতে বলেছিলেন সনু। তিনি চাচ্ছিলেন সিমবায় কাজ শেষে মনিকর্নিকায় যোগ দিতে। কিন্তু অন্যসবার সঙ্গে সময়সূচী না মেলাতেই তাকে সরে দাঁড়াতে হয়েছে। কারণ এছাড়া আর কোন উপায়ও ছিল না।
মনিকর্নিকায় অভিনয়ের পাশাপাশি ছবিটির একটি অংশ পরিচালনাও করছেন কঙ্গনা। ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘নির্মাতা নারী হওয়ায় সনুর পৌরুষে লেগেছে। এজন্য তিনি সরে দাঁড়িয়েছেন। এছাড়া সিমবা শুটিংয়ের ব্যস্ততা দেখিয়ে সনু অপেশাদার আচরণ করেছে। এমনকি সে ঠিক মতো শুটিংয়েও আসেনি।’
মনিকর্নিকা থেকে সরে দাঁড়ানোর পর সনু বলেছে, ‘ছবিটি আমি করছিনা। আসলে দুটি ছবিতে দুটি আলাদা চরিত্রের জন্যই কাজটি করতে পারছি না। একটিতে দাঁড়ি আছে, অপরটিতে নেই। একই সময়ে চলছে শুটিং। একারণে একটি ছবিতে ছাড়তেই হলো।’
প্রসঙ্গত, ‘সিমবা’ ছবি মুক্তির তারিখ না জানা গেলেও মনিকর্নিকা মুক্তি পাবে আগামী বছরের ২৫ জানুয়ারি।
সারাবাংলা/টিএস/পিএ