Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ছবিতে আমার চরিত্রটি সত্যিই চমকপ্রদ’


৪ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৫০ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০১৮ ১৪:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন ছবিতে জ্যাকুলন

এন্টারটেইনমেন্ট ডেস্ক।।

‘আমি খুব উচ্ছ্বসিত কারণ অজয় কাপুরের সঙ্গে কাজ করবো। শুধু তাই নয় এই ছবির একটি অংশ হতে পেরে আমি আনন্দিত। ছবির চিত্রনাট্য চমৎকার। প্রথমবারের মতো কার্তিক এবং অভিষেক জেইনের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। ছবিতে আমার চরিত্রটি সত্যিই চমকপ্রদ।’

নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের কাছে এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করলেন বলিউড ডিভা জ্যাকুলিন ফার্নান্দেজ।

কান্নাডা ভাষায় এ যাবতকালের সবথেকে ব্যবসা সফল ছবি ‘ক্রিক পার্টি’। এই ছবিটি রিমেক হচ্ছে বলিউডে। এতে কেন্দ্রিয় নারী চরিত্রে অভিনয় করবেন জ্যাকুলিন। আগেই শোনা যাচ্ছিল তিনি ছবিটিতে অভিনয় করবেন। কিন্তু খবরের পক্ষে কোন গ্রহণযোগ্য তথ্য প্রমাণ পাওয়া যায়নি। এবার সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ছবিতে অভিনয় করতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন :  আসিফ-কর্নিয়ার ‘এলোমেলো জীবন’


হিন্দিতে এই ছবির নাম এখন পর্যন্ত ঠিক করা হয়নি। তবে পরিচালক ঠিক হয়েছে। ছবিটি পরিচালনা করবেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক অভিষেক জেইন। এটি যৌথভাবে প্রযোজনা করবেন ধীরাজ ওয়াধাওয়ান, অজয় কাপুর।

ছবি প্রসঙ্গে প্রযোজক অজয় কাপুর বলেন, ‘জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে প্রথমবারের মতো কাজ করছি। তিনি প্রতিশ্রুতিশীল একজন অভিনেত্রী। তরুণদের কাছে তিনি অনেক জনপ্রিয়। দর্শক ভালো কিছু দেখতে পাবে বলে আমরা আত্মবিশ্বাসী।’

ছবিতে কার্তিক আরিয়ানকে দেখা যাবে জ্যাকুলিনের বিপরীতে। এই ছবির মাধ্যমে প্রথবারের মতো তারা একসঙ্গে পর্দায় হাজির হবেন। এ বছরের অক্টোবরে ছবির দৃশ্যধারণের কাজ আরম্ভ হবে বলে জানা গেছে।


আরও পড়ুন :

ছবির নাম ‘চেহারা ছবি’

‘সালমানের বাবার কারণেই আমি শাহরুখ হয়েছি’


সারাবাংলা/আরএসও/পিএম

অজয় কাপুর অভিষেক জেইন কার্তিক আরিয়ান জ্যাকুলিন ফার্নান্দেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর