Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জানা গেল ‘শাহেনশাহ’ ছবির চমক


৫ সেপ্টেম্বর ২০১৮ ২১:৩২ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০১৮ ২১:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহেনশাহ

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

‘শাহেনশান’ ছবিতে শাকিবের দ্বিতীয় নায়িকা রোদেলা জান্নাত। এতদিন ধরে তিনিই ছিলেন ‘শাহেনশাহ’ সিনেমার চমক। আজ (৫ সেপ্টেম্বর) মহরত অনুষ্ঠানের মাধ্যমে তার নাম প্রকাশ করা হয়।

নাটকীয় ভাবে পরিচয় করিয়ে দেয়া হয় রোদেলা জান্নাতকে। মঞ্চে ডাকলে তাকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান নায়িকা নুসরাত ফারিয়া। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান, প্রযোজক সেলিম খান, প্রযোজক শামীম আহমেদ রনি।

সেলিম খানের শাপলা মিডিয়া প্রযোজিত ‘শাহেনশাহ’ ছবিটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনি। ছবিতে প্রথমবারের মতো জুটি হয়ে কাজ করছেন শাকিব খান ও নুসরাত ফারিয়া।

বিজ্ঞাপন

‘শাহেনশাহ’ ছবিতে রোদেলা জান্নাতকে নেয়ার কারণ হিসেবে শামীম আহমেদ রনি বলেন, ‘আমি একসময় ভেবেছিলাম কলকাতা থেকে অভিনেত্রি নির্বাচন করব। কিন্ত শাকিব খান আমাকে বললেন যে কলকাতা থেকে অভিনেত্রী না নিয়ে দেশ থেকেই নাও। আমাদের দেশে তো অভিনেত্রীর অভাব নেই। নতুনদের সুযোগ দাও।’

‘শাহেনশাহ’ ছবিটি ছাড়াও শামীম আহমেদ রনি এর আগে শাকিব খানকে নিয়ে নির্মাণ করেছেন ‘রানা পাগলা: দ্য মেন্টাল’, ‘বসগিরি’, ‘রংবাজ’ ছবিগুলো।

সারাবাংলা/টিএস/পিএ

ঢালিউড নুসরাত ফারিয়া শাকিব খান শাহেনশাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর