Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রযোজক হচ্ছেন অভিনেতা


৬ সেপ্টেম্বর ২০১৮ ১২:৩৪ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০১৮ ১৮:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

Shakib, Faria and Selim

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।। 

এর আগে প্রযোজক থেকে পরিচালক হতে চেয়েছিলেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। সমালোচনার মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। দেশিয় সিনেমার নতুন এই লগ্নিকারি এবার হচ্ছেন অভিনেতা। শাপলা মিডিয়া হাউজের পরবর্তী ছবি ‘শাহেনশাহ’য় দেখা যাবে সেলিমকে। ছবিটিতে আরও অভিনয় করবে শাকিব খান ও নুসরাত ফারিয়া।

বুধবার রাজধানীর একটি হোটেলে অুনষ্ঠিত হয় ‘শাহেনশাহ’ ছবির মহরত। এ সময় ছবিতে নিজের অভিনয় করার খবর দেন সেলিম খান। শাহেনশাহ’তে রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করবেন ছবিটির প্রযোজক সেলিম খান। পরে সারাবাংলাকে সেলিম বলেন, ‘ছবিতে অভিনয়ের ইচ্ছা আমার অনেকদিনের। আমার সঙ্গে যায় এমন চরিত্র পাচ্ছিলাম না বলে এতোদিন অভিনয় করিনি। এবার পেয়েছি। অভিনেতা হিসেবে সুনাম কুড়াতে চাই।’

বিজ্ঞাপন

আরও পড়ুন :  এগারো বছর পর একসঙ্গে সালমান-বানসালি


এর আগে মহরত বক্তৃতায় সিনেমা ব্যবসার প্রসঙ্গে কথা বলেন তিনি। তিনি বলেন, ‘দেশে হল বাড়াতে হবে, নাহলে সিনেমা ব্যাবসা টিকবে না। একটা প্রতিষ্ঠানের কাছে সবাই বন্দী হয়ে থাকলে চলবে না। নিজেদের হলে নিজেদের মেশিন লাগাতে হবে। যাতে কোন প্রযোজনা প্রতিষ্ঠান বাড়তি সুবিধা না পান। আর তা না হলে আমাকে আইনের আশ্রয় নিতে হবে। সিনেমা ব্যাবসায় যখন এসেছি এর শেষ দেখে ছাড়বো।’

শাহেনশাহ ছবিতে নতুন মুখ রোদেলা

শাহেনশাহ ছবিটি নির্মাণ করছেন শামীম আহমেদ রনি। ঈদের আগেই ছবিটির দুটি গানের শুটিং হয়ে গেলেও সেপ্টেম্বরের ১০ তারিখে শুরু হবে ছবিটির মূল কাজ। এই ছবিতেই প্রথমবারের মতো জুটি বাঁধছেন শাকিব-ফারিয়া। এই দুজন ছাড়াও আছেন মিশা সওদাগর, তারিক আনাম খান, উজ্জ্বল, শিবা শানু।

‘শাহেনশান’ ছবিতে শাকিবের দ্বিতীয় নায়িকা হিসেবে অভিনয় করবেন নবাগত রোদেলা জান্নাত। এতদিন ধরে তিনিই ছিলেন ‘শাহেনশাহ’ সিনেমার চমক। মহরতে নাটকীয়ভাবে পরিচয় করিয়ে দেয়া হয় রোদেলা জান্নাতকে। মঞ্চে ডাকলে তাকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান নায়িকা নুসরাত ফারিয়া। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান, প্রযোজক সেলিম খান, পরিচালক শামীম আহমেদ রনি।


আরও পড়ুন :  জানা গেল ‘শাহেনশাহ’ ছবির চমক


‘শাহেনশাহ’ ছবিতে রোদেলা জান্নাতকে নেয়ার কারণ হিসেবে শামীম আহমেদ রনি বলেন, ‘আমি একসময় ভেবেছিলাম কলকাতা থেকে অভিনেত্রী নেবো। কিন্ত শাকিব খান আমাকে বললেন যে কলকাতা থেকে অভিনেত্রী না নিয়ে দেশ থেকেই নাও। আমাদের দেশে তো অভিনেত্রীর অভাব নেই। নতুনদের সুযোগ দাও।’

‘শাহেনশাহ’ ছবিটি ছাড়াও শামীম আহমেদ রনি এর আগে শাকিব খানকে নিয়ে নির্মাণ করেছেন ‘রানা পাগলা: দ্য মেন্টাল’, ‘বসগিরি’, ‘রংবাজ’ ছবিগুলো। তবে নুসরাত ফারিয়ার সঙ্গে এটি তার দ্বিতীয় সিনেমা। এই নায়িকাকে নিয়ে ‘ধ্যাততেরিকি’ একটি সিনেমা নির্মাণ করেছিলেন রনি।

ছবি : আশীষ  সেনগুপ্ত

সারাবাংলা/টিএস/পিএম

নুসরাত ফারিয়া রোদেলা জান্নাত শাকিব খান শামীম আহমেদ রনি শাহেনশাহ সেলিম খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর