Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিভি বদলে দিয়েছে সিনেমাকে!


৩১ ডিসেম্বর ২০১৭ ১৭:০৭

এন্টারটেইনমেন্ট ডেস্ক

হায়! এও কি সম্ভব? টেলিভিশনের মতো ছোট পর্দা কী পারে বড় পর্দার গতিপথ পরিবর্তন করতে? বিষয়টি নিয়ে দেশে বিতর্কের শেষ নেই। অথচ হলিউডের অভিনেতা টেলিভিশনের আয়োজনকেই দিলেন গুরুত্ব!

হলিউডের জনপ্রিয় অভিনেতা হিউ জ্যাকম্যান এক সাক্ষাতকারে বলেছেন এই কথা। টেলিভিশনের আয়োজনকে টেক্কা দিতেই চলচ্চিত্র নির্মাতাদের হতে হয়েছে উন্নত। শুধু দৃশ্যধারণে নয়, হিউ জ্যাকম্যান বলেন, ‘অভিনয় এবং গল্পে উন্নতি করতে টেলিভিশনই চাপ দিয়েছে হলিউডকে।’

টেলিভিশনেও এখন এমন অনেক কিছু দেখা যায়, যা দর্শকদের ধারণার বাইরে। যা হলিউডের অনেক চলচ্চিত্র নির্মাতাকেও ঝুঁকিতে ফেলে দেয়। প্রশ্ন ওঠে, যা টিভিতে দেখতে পাচ্ছি, তা হলে গিয়ে কেন দেখব? সেই চ্যালেঞ্জ গ্রহণ করে আরো ভালো সিনেমা বানাতে আগ্রহী হন চলচ্চিত্র নির্মাতারা।

‘চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিতে টিভির ভূমিকা অনেক। টিভি অনুষ্ঠান এগিয়ে গেলে চলচ্চিত্র আরো আগাবে। আর টিভি এগিয়ে যাওয়ার কাজটি করে যাচ্ছে।’ টেলিভিশনে কাজ করছেন, এমন মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে হিউ জ্যাকম্যান এসব কথা বলেন।

সারাবাংলা/পিএ/ পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর