Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যাটাগরি বাড়ছে না অস্কারে


৭ সেপ্টেম্বর ২০১৮ ১৭:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।। 

২০১৯ সালের অস্কার আয়োজন নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা হচ্ছিল। ধারণা করা হচ্ছিল পরের আসরে পপুলার ক্যাটাগরিতেও দেয়া হবে পুরস্কার। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের থেকেও জানানো হয়েছিলো এমন তথ্য। পরে সমালোচনা শুরু হলে সিদ্ধান্ত থেকে সরে আসে একাডেমি।

একাডেমির সিদ্ধান্তের বিপরীতে এক সপ্তাহ ধরেই সমালোচনা চলছিল। শেষে বিতর্কের মুখে সেই নতুন বিভাগটি ‘অস্কার’-এ রাখা হবে না বলে জানিয়ে দিয়েছে কতৃপক্ষ। তবে অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স চাইছে যাতে এই বিভাগটি যাতে আগামী দিনে অস্কারে থাকে। এ বিষয়ে তারা আলোচনা চালিয়ে যাবে বলেও জানিয়েছে।

বিজ্ঞাপন

অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের সিইও ডন হাডসন জানিয়েছেন, নতুন কোনও বিভাগ অস্কারে যুক্ত করতে গেলে তা নিয়ে আলোচনার প্রয়োজন, আর সেই আলোচনা তারা চালিয়ে যাবেন।

এর আগে, আগস্ট মানে অস্কার-এ এই ‘পপুলার’ বিভাগটি যুক্ত করার খবর প্রকাশ হয়। সঙ্গে সঙ্গেই শুরু হয় সমালোচনা। বিভিন্ন হলিউড সেলেব্রিটি এর বিরোধীতা করেন।

সারাবাংলা/টিএস

অস্কার ডন হাডসন