Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় ফিরলেন ‘বেদের মেয়ে জোছনা’


৭ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৩০

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।  

অঞ্জু ঘোষকে আদর করে ডাকা হয় বেদের মেয়ে জোসনা। কারণ এই ছবিটি দিয়ে বাংলা ভাষায় কথা বলা প্রতিটি জনপদে পরিচিতি পেয়েছেন এ নায়িকা। বাংলা চলচ্চিত্র ইতিহাসেও সিনেমাটি আছে সবচেয়ে সফল ছবির তালিকার শীর্ষে। কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশে না থাকায় তার নামটি চলে গেছে বিস্মৃতির আড়ালে।

অনেক বছর ধরে স্বেচ্ছা নির্বাসনে থাকা অঞ্জু ঘোষ হঠাৎ করেই বাংলাদেশে এসে চমকে দিয়েছেন সবাইকে। বৃহস্পতিবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আমন্ত্রণে ঢাকায় এসেছেন এই চিরসবুজ নায়িকা। এরপর শুক্রবার তিনি গিয়েছেন এফডিসিতে। ঘুরে ঘুরে দেখেছেন নিজের সাবেক এই কর্মস্থল।

এ প্রসঙ্গে চিত্রনায়ক জায়েদ খান বলেন, ‘অঞ্জু দিদির সঙ্গে আমাদের যোগাযোগ ছিলো। তাকে আমরা আগেও আসার আমন্ত্রণ জানিয়েছি। নানা ব্যস্ততার জন্য আসতে পারেননি। এবার তিনি আসতে পেরেছেন। আমাদের সিনেমায় এখনো তার প্রযোজন ফুরিয়ে যায়নি। রোববার তাকে আমরা সংবর্ধনা দেব।’

চলচ্চিত্রে আগমনের আগে অঞ্জু ঘোষ মঞ্চে অভিনয় করতেন। তার আসল নাম অঞ্জলি ঘোষ। স্বাধীনতার আগে ব্রাহ্মণবাড়িয়ার ভোলানাথ অপেরার যাত্রায় নৃত্য পরিবেশন করতেন তিনি। পরে ১৯৮২ সালে এফ কবীর চৌধুরী পরিচালিত ‘সওদাগর’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে আগমন হয়। এই ছবিটি দিয়েই রাতারাতি তারকা বনে যান অঞ্জু ঘোষ।

১৯৮৬ সালে তার ক্যারিয়ার বিপর্যয়ের মুখে পড়লেও তিনি ফিরে আসেন ভালো ভাবে। ১৯৮৭ সালে অঞ্জু সর্বাধিক ১৪টি সিনেমাতে অভিনয় করেন, সে বছর তার সব কয়টি ছবি সফলতা পায়। তার অভিনীত ‘বেদের মেয়ে জোছনা’ অবিশ্বাস্য রকমের ব্যবসা করে নতুন রেকর্ড গড়ে।

বিজ্ঞাপন

১৯৯১ সালে বাংলা চলচ্চিত্রে নতুনের আগমনে তিনি ব্যর্থ হতে থাকেন। ১৯৯৬ সালে বাংলাদেশ ছাড়েন অঞ্জু। তখন থেকেই কলকাতায় বসবাস করছেন এই নায়িকা। বর্তমানে তিনি ভারতে বিশ্বভারতী অপেরায় যাত্রা অভিনয় করেন।

সারাবাংলা/টিএস

অঞ্জু ঘোষ বেদের মেয়ে জোসনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর