‘রৌদ্র ছায়ার সংসার’
৮ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৪১
এন্টারটেইমনমেন্ট করেসপন্ডেন্ট।।
ইমন ও পিয়া বিপাশার সুখের সংসার। ভালোবাসার কমতি নেই। দু’জন যেন দু’জনের চোখের দিকে তাকিয়ে হারিয়ে যায়। পেরিয়ে যায় তেপান্তরের মাঠ পঙ্খিরাজের ঘোড়ায় চড়ে। ভালোবাসার রাজ্য গড়ে ওঠে হয় দু’জনের মনে। তারপর হঠাৎ একদিন সেই রাজ্যে ইভান নামের তৃতীয় ব্যক্তির আগমন ঘটে।
সম্পর্কে পিয়ার পুরোনো বন্ধু ইভান। তবে পিয়ার প্রেম প্রত্যাশী সে। যদিও তাতে সায় নেই পিয়ার। বন্ধুর মতো মিশতে থাকে তারা। ইমনের অনুপস্থিতিতে তারা ঘুরে বেড়ায়। ইমন এতে কিছুই মনে করে না। স্ত্রী’র বন্ধু ভেবে সে নিশ্চিন্ত থাকে।
যদিও বেশিদিন সে নিশ্চিন্ত থাকতে পারেনি। ইমনের এক বন্ধুর কথায় স্ত্রী’র প্রতি সন্দেহ হয়। শুরু হয় দু’জনের মধ্যে মনোমালিন্য। একসময় সেটা সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে চলে যায় পিয়া।
এটি বাস্তবের কোন ঘটনা নয়। সুস্ময় সুমন পরিচালিত ‘রৌদ্র ছায়ার সংসার’ খণ্ডনাটতে এরকম একটি গল্প দেখা যাবে। এটির নাম ‘রৌদ্র ছায়ার সংসার’। গল্প লিখেছেন পরিচালক নিজেই।
‘ভালোবাসার গল্পগুলো সব একইরকম হয়ে থাকে। তবুও আমার এই নাটকের গল্পটি চেনা মনে হলেও কাহিনীতে কিছু অচেনা উপাদান রয়েছে। সহজ সরল গল্পের মাঝে টুইস্ট আছে। শেষ পর্যন্ত না দেখলে বোঝা যাবে না।’
নিজের নাটক প্রসঙ্গে এভাবেই সারাবাংলার কাছে মন্তব্য করেন সুস্ময় সুমন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামনুন হাসান ইমন, পিয়া বিপাশা, ইভান, শিখা খান, শামিম ভিসতিসহ আরও অনেকে। খুব শিগগিরই নাটকটি গাজী টেলিভিশনে প্রচারিত হবে। পরবর্তীতে এটি অনলাইন ভিডিও স্ট্রিমিং সাইট র্যাবিটহোলবিডিতে দেখা যাবে।
সারাবাংলা/আরএসও/টিএস