Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুমুল বৃষ্টিতে স্পর্শিয়া


৮ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

Orchita Sporshia

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

মাঝে দুটি সিনেমায় অভিনয়ের কথা ছিলো অর্চিতা স্পর্শিয়ার। খবরও বের হয়েছিলো গণমাধ্যমে। কিন্তু শেষ পর্যন্ত ছবি দুটোর আলোচনা আড়ালে চলে যায়। সামনে চলে আসে স্পর্শিয়ার ব্যক্তিজীবন। সংসারে ভাঙন ও ভাঙন পরবর্তী কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন এই সম্ভাবনাময়ী তারকা। অভিনয়েও হয়ে পড়েন অনিয়মিত। তবে আশার কথা, ইদানীং টিভি পর্দায় আবারও নিয়মিত হচ্ছেন এই অভিনেত্রী।

গেল ঈদেই বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন স্পর্শিয়া। কয়েকটি বিজ্ঞাপনচিত্রেও দেখা গেছে তাকে। এবার তিনি সামনে এলেন একটি মিউজিক ভিডিওর মডেল হয়ে। সংগীতশিল্পী পিয়াল হাসানের ‘চায়ের কাপে তুমুল বৃষ্টি’ গানে সুমিতের সঙ্গে চমৎকার অভিনয় করেছেন স্পর্শিয়া। শুধু তাই নয় গানটির জন্য সুমিতকে ১৪টি চুমুও দিয়েছেন তিনি। পুরো গানটিতে স্পর্শিয়া-সুমিতের মধুময় রসায়ন উপভোগ করছে দর্শকেরা।

বিজ্ঞাপন

‘চায়ের কাপে তুমুল বৃষ্টি’ গানটি লিখেছেন জামাল রেজা। গানটি টিউন ও মিউজিক করছেন শিশির। গানটি গাইতে পেরে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন পিয়াল। তিনি বলেছেন, ‘এটা ভিন্ন স্বাদের গান। গাইতে পেরে আমি আনন্দিত। সুমিত-স্পর্শিয়ার অভিনয় গানটির আবেদন আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে।’

মিউজিক ভিডিও প্রসঙ্গে স্পর্শিয়া বলেছেন, ‘গানটা এতো মিষ্টি যে শুনেই ভালো লেগে গেছে আমার। অভিনয় করেছি নিজের সেরাটা দিয়ে। এখন দর্শক আগ্রহ দেখে ভালো লাগছে। শ্রোতাদের মতো দর্শকেরাও কাজটি দেখছে, প্রশংসা করছে। সেটা ভালো লাগছে।’

প্রসঙ্গত ২০১৭ সালে অনন্য মামুনের নির্দেশনায় ‘বন্ধন’ ছবিতে যুক্ত হয়েছিলেন স্পর্শিয়া। ছবিটি কতদূর এগিয়েছে বা কতদূর কাজ বাকী এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি ছবি সংশ্লিষ্টরা। পরিচালক বলেছেন, ‘সময় মতো জানানো হবে’। এছাড়াও সে বছরই ইরানি বিশ্বাসের পরিচালনায় মুক্তিযুদ্ধের একটি ছবিতে যুক্ত হয়েছিলেন স্পর্শিয়া। যেখানে বীরাঙ্গনার চরিত্রে অভিনয় করার কথা ছিলো তার। সেটিও এখনও আলোর মুখ দেখেনি।

সারাবাংলা/টিএস/পিএম

অনন্য মামুন অর্চিতা স্পর্শিয়া জামাল রেজা বন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর