Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই দিনের জন্য কলকাতা গিয়ে স্থায়ী হয়ে যান অঞ্জু ঘোষ


৯ সেপ্টেম্বর ২০১৮ ১৮:১০ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।

বাংলা সিনেমার সব থেকে ব্যবসা সফল ছবি ‘বেদের মেয়ে জোসনা’র নায়িকা অঞ্জু ঘোষ। দীর্ঘ বাইশ বছর পরে তিনি নিজ মাতৃভূমিতে ফিরলেন। পা রাখলেন তার একসময়ের প্রিয়প্রাঙ্গণ এফডিসিতে। অঞ্জু ঘোষকে পেয়ে এফডিসিতে যেন ফিরে এলো প্রাণচাঞ্চল্য।

রবিবার (৯ সেপ্টেম্বর) অঞ্জু ঘোষের দেশা ফেরা উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে চলচ্চিত্র শিল্পী সমিতি। কালো রঙের থ্রি পিস আর কালো চশময় অঞ্জু ঘোষ ধরা দিলেন ক্যামেরায়। এসময় আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। যার সঙ্গে ‘বেদের মেয়ে জোসনা’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করে ইতিহাস সৃষ্টি করেছিলেন। উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, খল অভিনেতা আহমেদ শরীফসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনের শুরুতে অঞ্জু ঘোষকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এসময় দু’জনে আবেগপ্রবণ হয়ে পড়েন। অজান্তেই চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। অশ্রু গড়াবেইবা না কেনো? দুই দশকের বেশি সময় পর যে তাদের দেখা। এসময় ফুলের পাশাপাশি সম্মাননা স্মারক দেয়া হয় অঞ্জু ঘোষকে।

অঞ্জু ঘোষকে নিয়ে বক্তৃতায় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন,’অঞ্জুকে এতো বছর পর দেখতে পেয়ে আমি আপ্লুত। এরকমের আনন্দের সময় খুব একটা আসেনা জীবনে। অঞ্জু এসেছে শুনে আমি দেখা করার জন্য উদগ্রীব হয়ে পড়ি। আমি চাই সে আমাদের সঙ্গে থাকুক। আবারও ছবিতে অভিনয় করুক। ‘

অঞ্জু ঘোষ কথা বলার সময় বারবার আবেগপ্রবণ হয়ে পড়ছিলেন। কোনরকমভাবে নিজের আবেগ একপাশে রেখে বলেন, ‘মাতৃভূমিতে ফিরে আমি আনন্দিত। আমার সঙ্গে আমার মায়ের আসার কথা ছিল। সব কাগজপত্র প্রস্তুত ছিল। কিন্তু আসার আগে হঠাৎ মা মারা গেলেন।’ অঞ্জু বলেন,’ বেইশ বছর আগে মাত্র দুই দিনের জন্য কলকাতায় গিয়ে ওখানেই থেকে যাব ভাবতে পারিনি। আমি বারবার বাংলাদেশে আসতে চাই।’

কিসের অভিমানে দেশ ছাড়লেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘কারও প্রতি অভিমান করে আমি দেশ ছাড়িনি। আমার কারও প্রতি কোনও অভিমান নেই।’

সংবাদ সম্মেলনে রাজেশ ফিল্মসের কর্ণধার প্রযোজক ও শিল্পী সমিতির সহ-সভাপতি নাদের খান অঞ্জু ঘোষ আর ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ‘জোসনা কেন বনবাসে’ নামে একটি ছবি বানানোর প্রস্তাব দেন। মুখে কিছু না বললেও প্রস্তাব নাকচ করে দেননি এক সময়ের ডাকসাইটে নায়িকা অঞ্জু ঘোষ।

সারাবাংলা/আরএসও/পিএম

অঞ্জু ঘোষ ইলিয়াস কাঞ্চন এফডিসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর