Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিক-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নকলের অভিযোগ


১০ সেপ্টেম্বর ২০১৮ ১৫:২১ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮ ১৫:২২

Priyanka Nick

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বাগদানের পর প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল একটি আদুরে ছবি তুলেছিলেন। ছবিটি ভালোই সাড়া ফেলেছিল অন্তর্জালে। অনেক প্রেমিক জুটি পরবর্তীতে ছবিটি নকল করেছেন। এবার সেই তালিকায় যোগ হলো নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার নাম। বাগদানের পর ঠিক একই রকম একটি ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন তারা।

ব্রিটেনের রাজবধু মেগান মার্কেলের ভালো বন্ধু প্রিয়াঙ্কা চোপড়া। দাওয়াতি মেহমান হিসেবে ভারতীয় এই অভিনেত্রীও উপস্থিত ছিলেন রাজকীয় বিয়েতে। এর কদিন পর নিজেও সেড়ে ফেলেছেন বাগদান পর্ব। বাগদানের পর তাদের প্রথম অফিসিয়াল ফটোশুটে তোলা একটা ছবি নিয়ে ভালোই আলোচনা শুরু হয়েছে। অন্তর্জালের নাগরিকরা বলছেন, ছবিটি প্রিন্স হ্যারি ও মেগান মার্কলের ছবির অনুকরণে তোলা।

https://www.instagram.com/p/BnfT3shAaz3/?utm_source=ig_embed

মেগান মার্কল ও প্রিন্স হ্যারির বাগদান ফটোশুটের আলোকচিত্রী ছিলেন অ্যালেক্সি লুবোমিরস্কি। মজার ব্যাপার হলো নিক-প্রিয়াঙ্কা জুটিকেও ফ্রেমবন্দী করেছেন এই ফটোগ্রাফার। প্রিয়াঙ্কার ভক্তরা বলছেন, ফটোগ্রাফারের আইডিয়াতেই ছবিটি তুলেছেন নিকিয়াঙ্কা। ফলে নকলের অভিযোগ তাদের বিরুদ্ধে না তোলাটাই শ্রেয়।

এদিকে প্রিয়াঙ্কা বর্তমানে আমেরিকায় আছেন তার হবু স্বামী নিক জোনাসের সঙ্গে। সেখানে বেশ কয়েকটি সিনেমাতেও অভিনয় করছেন তিনি। এছাড়া বিয়ের জন্য নিচ্ছেন প্রস্তুতি। ধারণা করা হচ্ছে, এ বছরের শেষ দিকে বিয়ের পিঁড়িতে বসবেন নিক-প্রিয়াঙ্কা। বিয়ের অনুষ্ঠান হবে হাওয়াই দ্বীপপুঞ্জে।

আমেরিকার বাইরে ভারতেও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা। এরমধ্যে রয়েছে সোনালি বসুর ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিটি। এছাড়াও বিশাল ভর্দ্বাজের শিরোনাম ঠিক না হওয়া নতুন একটি ছবিতেও চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। যেটি নির্মিত হবে উইলিয়াম শেক্সপিয়ারের ‘টুয়েলভথ নাইট’ গল্প থেকে।

বিজ্ঞাপন

https://www.instagram.com/p/Bc9qWgCAXiD/?utm_source=ig_embed

সারাবাংলা/টিএস/পিএম

নিক জোনাস প্রিন্স হ্যারি প্রিয়াঙ্কা চোপড়া মেগান মার্কেল

বিজ্ঞাপন

এনসিপির ‘শৃঙ্খলা কমিটি’ গঠন
২১ এপ্রিল ২০২৫ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর