এন্টরটেইনমেন্ট ডেস্ক ।।
নদীর জলে ডুব দিলেন রাজা, ভাসলেন সন্ন্যাসী হিসেবে। ভাওয়ালের বিখ্যাত রাজা মহেন্দ্রকুমার চৌধুরীর জীবনকে এই একটি মাত্র প্রতীকি দৃশ্যেই বলে ফেলা যায়। নির্মাতা সৃজিত মুখার্জীও এভাবেই দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তাকে। অন্তর্জালে প্রকাশ করলেন ছবিটির প্রথম ট্রেইলার। এর আগে ‘এক যে ছিল রাজা’ ছবির মোশন পোষ্টার এবং টিজারও প্রকাশ করা হয়েছে।
রাজা মহেন্দ্রকুমার চৌধুরী ছিলেন মদ ও মহিলা আচ্ছন্ন পুরুষ। ফলে সিফিলিস দানা বাঁধে তার শরীরে। মরে গেছেন ভেবে তাকে দাহও করা হয়। কয়েকবছর পরই আবার লোকালয়ে দেখা যায় তাকে। যদিও এবার আর রাজা নয়, সন্ন্যাসী বেশে ফেরেন তিনি। শুরু হয় সম্পত্তি নিয়ে মামলা। ভাওয়াল সন্ন্যাসীর এ গল্প অনেকেরই জানা। সেই জানা গল্প থেকেই সিনেমা বানিয়েছেন সৃজিত।
রাজা মহেন্দ্র কুমার চৌধুরী সত্যিই কি জীবিত ফিরে এসেছেন? সেটা জানতেই সন্ন্যাসীকে আদালতে নিয়ে যাওয়া হয়। শুরু হয় শুনানী। ছবিতে রাজা ও সন্ন্যাসীর ভূমিকায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। আইনজীবীর চরিত্রে অঞ্জন দত্ত ও অপর্ণা সেন। স্ত্রীর ভূমিকায় রাজনন্দিনী। আর রাজার সবচেয়ে প্রিয় বোন জ্যোতির্ময়ী দেবীর চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।
এক যে ছিলো রাজা মূলত কোর্টরুম সিনেমা। ফলে ট্রেলারেরও বেশির ভাগ অংশজুড়ে রয়েছে কোর্টরুম। ছবিটি মুক্তি পাচ্ছে ১২ অক্টোবর।
সারাবাংলা/টিএস/পিএম