যেভাবে নন্দিতার হাতে তৈরী হলো ‘মান্টো’
১৪ সেপ্টেম্বর ২০১৮ ১৪:০৯
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
সেপ্টেম্বরের ২১ তারিখে সিনেমা হলে মুক্তি পাবে ‘মান্টো’। নন্দিতা দাসের পরিচালনায় ছবিটিতে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী, রসিকা দুগাল ও তিলোত্তমা সোম। মান্টোর বিরাট জীবন দেখানো হবে মাত্র দুই ঘণ্টার সিনেমায়।
নন্দিতা বলেন, ‘সম্পাদনা করতে আমার ভাল লাগে। মান্টোর জীবনের বিশাল একটা কাহিনী থেকে কেটেছেঁটে মানুষকে প্রভাবিত করবে এ রকম ছোট একটা অংশ আমার ছবিতে রেখেছি। তার সঙ্গে ভাবতে হয়েছে, যারা মান্টো সম্পর্কে কিছুই জানেন না, তাদের কাছে কেমন করে বিষয়টার উপস্থাপনা করা যাবে।’
ছবিটি প্রসঙ্গে নির্মাতা নন্দিতা বলেছেন, ‘১৯৪৬ থেকে ১৯৫০ সাল পর্যন্ত সময়টা মান্টোর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। আর ওই সময়টায় মান্টো বোম্বেতে ছিলেন। তার পর দেশভাগ হলে তাকে লাহোরে চলে যেতে হয়। উনি কিন্তু জানতেন না যে, এ রকম কিছু একটা হবে। এ ঘটনা তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। যা পরবর্তীতে তার ব্যক্তিজীবনকে নাড়িয়ে দেয়।’
ছবিটির চিত্রনাট্য লেখার জন্য মান্টোর আত্মীয়দের সঙ্গে কথা বলেছেন নন্দিতা। ‘উনার মেয়েদের সঙ্গে দেখা করেছিলাম। তখন অবশ্য ওরা খুব ছোট ছিলেন। তবে এক জন বৌদি আছেন, তিনি আমাকে সাফিয়ার (মান্টোর স্ত্রী) গল্প করেন। কারণ সাফিয়ার গল্প তো কোথাও পাওয়া যায় না।’
সারাবাংলা/টিএস/পিএ