Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাজী শুভ’র ‘কান্দিতে কান্দিতে’


১৪ সেপ্টেম্বর ২০১৮ ১৫:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাজী শুভ

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

প্রকাশ পেয়েছে কণ্ঠশিল্পী কাজী শুভর নতুন মিউজিক ভিডিও। গানের শিরোনাম ‘কান্দিতে কান্দিতে’। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) ফোক গানের ইউটিউব চ্যানেল ‘ধ্রুব মিউজিক কটেজ’-এ প্রকাশ পেয়েছে গানটি। প্রকাশনা আয়োজনে উপস্থিত ছিলেন গীতিকার কবির বকুল, ক্লোজআপ তারকা কিশোর, ধ্রুব গুহসহ অনেকে।

‘কান্দিতে কান্দিতে’ গানটি প্রকাশ পেয়েছিল আগেই। এখন প্রকাশ পেল গানটির মিউজিক ভিডিও। সংগীতশিল্পী ও সুরকার মুহাম্মদ মিলনের সুরে মিক্সড অ্যালবাম ‘মিলন এক্সক্লুসিভ’-এ ছিল গানটি।

গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর করেছেন মুহাম্মদ মিলন আর সংগীতায়োজন করেছেন এমএমপি রনি। লোকজ ঘরনার এই গানের সঙ্গে মিল রেখে গ্রাম-বাংলার বিভিন্ন স্থানে হয়েছে এর দৃশ্যধারণ। গানটির ভিডিও নির্মাণ করেছেন তপু খান। ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন নিরব, জাফিয়া এবং আজাদ। আছে  কাজী শুভর উপস্থিতিও ।

বিজ্ঞাপন

কাজী শুভ বলেন, ‘ডিএমএস এর সাথে এটা আমার প্রথম কাজ। তাই গানটির কথা, সুর এবং মিউজিকের প্রতি বিশেষ নজর দিয়েই কাজটি করেছি। আমিও আমার গায়কীর সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। গানের সঙ্গে মিল রেখে দারুণ গল্পে গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে। আশা করছি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’

সারাবাংলা/পিএ

কাজী শুভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর