Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঞ্চে উঠছেন হাসান!


১ জানুয়ারি ২০১৮ ১৩:৫০ | আপডেট: ১ জানুয়ারি ২০১৮ ১৪:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

অনেকদিন থেকেই গানের সঙ্গে নেই নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ড তারকা হাসান। মঞ্চ বা টেলিভিশনেও শোনা যায় না তার গান। হাসানের গান যারা সরাসরি শুনতে চান, তাদের জন্য তৈরি হচ্ছে সুযোগ। ‘আর্ক এন্ড হাসান’ শিরোনামের ব্যান্ড নিয়ে মঞ্চে উঠবেন তিনি।

৩ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর উষ্ণতা’। শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে এ কনসার্টে গাইবেন হাসান ও তার ব্যান্ড। টিএসসিতে টানা চতুর্থবারের মত কনসার্টটি যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ স্টুন্ডেন্ট কাউন্সিল ও অমৃতসূর্য। আর্ক ছাড়াও এতে গান পরিবেশন করবেন অ্যাশেজ, শহরতলী, জয় শাহরিয়ার, পারভেজ সাজ্জাদ, গানপোকাসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

বুধবার (৩ জানুয়ারি) টিএসসি অডিটোরিয়ামে দুপুর ২টা থেকে রাত ১০টা অনুষ্ঠিত হবে কনসার্ট। এখান থেকে প্রাপ্ত অর্থের নির্দিষ্ট পরিমাণ টাকা শীতার্ত মানুষের পেছনে ব্যয় করা হবে।

সারাবাংলা/টিএস/পিএ

আর্ক কনসার্ট ফর উষ্ণতা হাসান

বিজ্ঞাপন

মৌমাছির ডানায় ভর করে পৃথিবী
১০ জুলাই ২০২৫ ০৯:৫৩

আরো

সম্পর্কিত খবর