Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বছর শুরু ক্যামেরার সামনে


১ জানুয়ারি ২০১৮ ১৫:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

‘তোলপাড়ে আমি অভিনয় করছি না। এটা করার কথা ছিলো। কিন্তু শিডিউল সমস্যার কারণে করতে পারছি না।’ ফোনের অপর প্রান্ত থেকে বলছিলেন আইরিন! তবে কি এই অভিনেত্রীর বছর শুরু হচ্ছে হতাশায়?

না, মোটেও তা নয়। বেশ ভালো ভাবেই নতুন বছর শুরু করছেন আইরিন। ‘রৌদ্রছায়া’ সিনেমায় অভিনয়ের জন্যে আজ (১ জানুয়ারি) সন্ধ্যাতেই সিলেটে উড়াল দিচ্ছেন ‘ভালবাসা জিন্দাবাদ’ খ্যাত এই অভিনেত্রী। দশ তারিখ পর্যন্ত টানা চলবে শ্যুটিং। বুলবুল জিলানী পরিচালিত এই ছবিতে আইরিনের নায়ক নীরব।

সারাবাংলাকে আইরিন বলেন, ‘রৌদ্রছায়া ছবিতে সিলেট কেন্দ্রিক একটি গল্প দেখতে পাবে দর্শকরা। কাল থেকে শুরু হবে সিনেমাটির শেষ লটের দৃশ্যধারণ। এই বছরেই হয়তো মুক্তি পাবে ছবিটি।’

বিজ্ঞাপন

আইরিনের ব্যস্ততা কেবল রৌদ্রছায়া সিনেমা ঘিরেই নয়। তিনি কাজ করছেন শফিকুল ইসলাম সোহেল পরিচালিত ‘ভোলা’ সিনেমায়। ছবিতে আরো আছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। এই ছবিটিরও আর সামান্য কাজ বাকি। এছাড়াও, ফেরদৌসের নায়িকা হিসেবে এ বছর ‘গন্তব্য’ সিনেমায় দেখা যাবে আইরিনকে। ছবিটি পরিচালনা করবেন অরণ্য পলাশ।

সারাবাংলা/টিএস/পিএ

আইরিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর