Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেবী’তে অনুপমের গান


১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেবী

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

আর মাত্র এক মাস পরেই, অর্থাৎ অক্টোবর মাসে বড় পর্দায় প্রথমবারের মতো আসছেন মিসির আলী। তাই চলছে বিভিন্ন প্রচরণা। যার অংশ হিসেবে আজ (১৬ সেপ্টেম্বর) জানা গেল কলকাতার জনপ্রিয় কন্ঠশিল্পী অনুপমের একটি গান থাকছে ‘দেবী’ সিনেমায়। ফেসবুকে এক ভিডিও বার্তায় অনুপম নিজেই দিয়েছেন এই তথ্য। ‘দু’মুঠো বিকেল’ শিরোনামের গানে কণ্ঠও দিয়েছেন অনুপম। গানটি অনলাইনে প্রকাশ পাবে সোমবার (১৭ সেপ্টেম্বর)।

অভিনেত্রী জয়া আহসানকে বন্ধু উল্লেখ করেন ভিডিও বার্তায় অনুপম বলেন, ‘ছবিটিতে অনেকেই অনেকভাবে যুক্ত। আমিও যুক্ত হয়েছি। কারণ এই ছবিতে একটি গান রয়েছে আমার।’

বিজ্ঞাপন

অনুপম আরও জানান, বন্ধুর অনুরোধেই দেবীতে গান গাইতে রাজি হয়েছেন তিনি। এর বাইরে ‘দেবী’ উপন্যাসের লেখক হুমায়ূন আহমেদের ভক্ত অনুপম। তাই এই সিনেমার সঙ্গে যুক্ত হতে পেরে খুব আনন্দিত তিনি।

অনুপমের গাওয়া গানে পর্দায় জয়ার সঙ্গে দেখা যাবে অনিমেষ আইচকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গানের ছবি শেয়ার করেছেন অনিমেষও। ছবির ক্যাপশনে লেখা, একজন পুরোপুরি বাস্তব জগতের সাধারণ বাসিন্দা। অন্যজনের দিন কাটে বাস্তব আর পরাবাস্তবের দোলাচলে। তবু এই শহরে বেড়ে চলে রানু-আনিসের স্নিগ্ধ ভালোবাসার গল্প। সেই গল্পের কথাই গানে গানে বলবেন অনুপম রায়।’

সারাবাংলা/পিএ/পিএম

অনুপম রয় জয়া আহসান দেবী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর