৭১টি বধ্যভূমিতে হবে এক গানের চিত্রায়ন
১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৪৯
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
শহীদ বুদ্ধিজীবী এবং বধ্যভূমি নিয়ে তৈরি হচ্ছে গান। ইবরার টিপুর সুর ও সংগীতে গানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী পাপি মনা। গানের শিরোনাম ‘তোমাদের যা বলার ছিল বলছে কি এই দেশ’। পাশাপাশি গানটির একটি মিউজিক ভিডিও তৈরি হবে। আর গানের চিত্রায়নের কাজে দেশের ৭১টি বধ্যভূমিতে করা হবে শুটিং। জানিয়েছেন কণ্ঠশিল্পী।
গানটির কথা লিখেছেন হাসান আহমেদ। নতুন গান প্রসঙ্গে ইবরার টিপু বলেন, ‘বুদ্ধিজীবীরা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। জাতিকে মেধায় পঙ্গু করে দেয়ার নীলনকশা থেকে বুদ্ধিজীবী হত্যাযজ্ঞ। তাদেরকে শব্দ-সুরে স্মরণ করার সুযোগ পেয়ে আমি গর্বিত। এমন কাজ বেশি করে হওয়া উচিত।’
শিল্পী পাপি মনা বলেন, ‘তাদের আত্মদানের ওপর দাড়িয়ে আজকের বাংলাদেশ। বাংলাদেশের প্রতিটা ইঞ্চিকে বধ্যভূমি বানিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় সহযোগী রাজাকার আলবদররা। সেই বধ্যভূমির স্মৃতি এবং শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের বাংলাদেশের কথা গানে গানে বলার চেষ্টা করব।’
আসছে ডিসেম্বরের প্রথম দিন অনলাইনে প্রকাশ পাবে গানটি। শিগগিরই শুরু হবে গানের মিউজিক ভিডিরে কাজ।
সারাবাংলা/পিএ/পিএম