Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তির জন্য প্রস্তুত ‘নাকাব’, অপেক্ষা সেন্সরের


২৫ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৪০ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাকাব

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

‘নাকাব’ মুক্তি পাওয়ার কথা ছিল গেল সপ্তাহে। ছবিটিকে দুই বাংলায় একযোগে মুক্তি দিতে চেয়েছিলেন প্রযোজক। কাগজপত্রের ঝামেলায় সেটা সম্ভব হয়নি। ২১ সেপ্টেম্বর পশ্চিমবাংলায় মুক্তি পেলেও বাংলাদেশের দর্শকেরা ছবিটি দেখার সুযোগ পাবে ২৮ সেপ্টেম্বর। দক্ষিণ এশিয় দেশগুলোর মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় দেশীয় দর্শকদের জন্য ছবিটি আমদানি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।


আরও পড়ুন :  অসাম্প্রদায়িক ও অসম প্রেমের গল্পে নির্মিত হচ্ছে ‘শেকল’


আসছে সপ্তাহে ‘নাকাব’ মুক্তির জন্য সব ধরণের প্রস্তুতি নিয়ে রেখেছে জাজ মাল্টিমিডিয়া। হল মালিকদের সঙ্গে কথা এগিয়ে রেখেছে। তবে আসল কাজ যেটি সেই সেন্সর সার্টিফিকেট এখনো পায়নি ‘নাকাব’। জাজের সিইও আলিমুল্লাহ খোকন এই প্রতিবেদকের কাছে বলেছেন, ‘কালপরশুর মধ্যেই ছবিটি সেন্সর পাবে। আগামীকাল (২৬ সেপ্টেম্বর) পাওয়ার সম্ভাবনা বেশি। এরপরই ছবিটির মুক্তির ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে জানানো হবে।’

বিজ্ঞাপন

কতগুলো হলে মুক্তি পাবে ‘নাকাব’? আলিমুল্লাহ খোকন বললেন, ‘অনেক হল মালিকের সঙ্গে কথা হয়েছে। কিন্তু সেন্সর সার্টিফিকেটের জন্য আমরা অপেক্ষা করছি। গেল ঈদে কোন হলই ভালো ব্যবসা করতে পারেনি। ফলে সবাই নাকাব দেখাতে চাচ্ছে। আমরা ধরে নিচ্ছি একশরও বেশি হলে ছবি যাবে। তবে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। সেন্সরের পর এ ব্যাপারে সঠিক তথ্য জানা যাবে।’


আরও পড়ুন :  সুমিত-তিশার ‘বিশুদ্ধ ভালোবাসা’


‘নাকাব’ ছবিটি প্রযোজনা করেছে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। ছবিটিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার দুই নায়িকা নুসরাত ও সায়ন্তিকা। নাকাবে শাকিব অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে। পরিচালনা করেছেন রাজিব বিশ্বাস।


আরও পড়ুন :

হ্যারি পটার নিয়ে স্মৃতিকাতর হ্যাজেল কিচ

‘জন্মভূমি’র পোস্টার প্রকাশ, মুক্তি এ বছরেই

অজয়ের তামাশায় চটেছেন কাজল

মাসুদ রানা : বড় চমক ভিলেনে

জয়তু নায়ক জাফর ইকবাল

শ্রদ্ধার নতুন চ্যালেঞ্জ


সারাবাংলা/টিএস/পিএ

ঢালিউড নাকাব শাকিব খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর