তরুণ নির্মাতা সম্মিলন লক্ষীপুরে
২ জানুয়ারি ২০১৮ ১৬:৩১
এন্টারটেইনমেন্ট ডেস্ক
লক্ষীপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে তরুণদের চলচ্চিত্র উৎসব। ‘গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল’ শিরোনামের চলচ্চিত্র উৎসবটি শুরু হবে ১০ জানুয়ারি, চলবে ১২ জানুয়ারি পর্যন্ত।
উৎসবের বিভাগগুলো হলো বেস্ট অব দ্য ফেস্ট, শর্ট ফিল্ম, ইন্টারন্যাশনাল শর্ট, ডকুমেন্টারি, এ্যানিমেশন ও লোকাল ট্যালেন্ট। এই ৬টি বিভাগে জমা পড়েছে ১০২টি দেশের সিনেমা। সেখান থেকে নির্বাচিত ৬৬টি ছবি দেখানো হবে উৎসবে।
সিনেমা বাছাই কাজে যুক্ত আছেন পরিচালক অমিতাভ রেজা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আ জ ম শফিউল আলম ভুঁইয়া এবং অভিনেত্রী রোকেয়া প্রাচী। ১০ জানুয়ারি উৎসবের উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।
১২ জানুয়ারি সন্ধ্যায় লক্ষীপুর টাউন হল মিলনায়তনে হবে সমাপনী অনুষ্ঠান। এতে ঘোষণা করা হবে পুরস্কারপ্রাপ্ত সিনেমার নাম, দেয়া হবে পুরস্কার।
ঢাকার বাইরের তরুণদের উৎসাহিত করতেই লক্ষীপুরের মতো জেলাশহরে আন্তর্জাতিক মানের চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে চলচ্চিত্র সংসদ ‘সিনেমা বাংলা’ এবং সামাজিক সংগঠন ‘শুণ্য’। পৃষ্ঠপোষকতায় আছে সংস্কৃতি মন্ত্রণালয়।
সারাবাংলা/পিএ/কেবিএন