Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্তানের দ্বিতীয় জন্মদিনে থাকতে পারেন শাকিব


২৭ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৩৬ | আপডেট: ১ অক্টোবর ২০১৮ ১৩:৫২

অপু বিশ্বাস আব্রাম খান

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান আর চিত্রনায়িকা অপু বিশ্বাস দম্পতির একমাত্র সন্তান আব্রাম খান জয়। শাকিব ও অপুর মধ্যে হয়েছে বিয়ে বিচ্ছেদ। কিন্তু সন্তান আব্রাম বহন করছেন বাবা-মা’র অতিত ভালোবাসা।

আব্রামের দ্বিতীয় জন্মদিন আজ (২৭ সেপ্টেম্বর)। বেশ বড় করেই অনুষ্ঠিত হবে জন্মদিনের অনুষ্ঠান। গুলশানের এক রেস্তোরায় করা হয়েছে জন্মদিনের আয়োজন। চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই থাকবেন সেই অনুষ্ঠানে।

কেউ আসুক না আসুক সবাই জানতে চান বাবা শাকিব খান কি থাকবেন ছেলের জন্মদিনের অনুষ্ঠানে? অপু সারাবাংলাকে বলেন, ‘আশা করছি থাকবে। তেমনই তো কথা হয়েছে শাকিবের সঙ্গে। কিন্তু না আসা পর্যন্ত নিশ্চিত করে বলছি না।’ আব্রামের প্রথম জন্মদিনের অনুষ্ঠানে ছিলেন না শাকিব খান।

শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করে শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয়। ২০১৭ সালের ১০ এপ্রিলে একটি টিভি চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের খবর জানান অপু বিশ্বাস।

সারাবাংলা/পিএ

অপু বিশ্বাস আব্রাম খান জয় শাকিব খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর