আসছে ‘আয়না বিবির পালা’
২ জানুয়ারি ২০১৮ ১৯:৫৭
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
নতুন বছরের প্রথম নাটক হিসেবে বুধবার মঞ্চে আসছে ‘আয়না বিবির পালা’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় নাটকটি মঞ্চস্থ হবে। শৃঙ্খল ভাঙা প্রতিবাদী এক নারীর গল্প নিয়ে নাট্যধারার ২০তম প্রযোজনা ‘আয়না বিবির পালা’। রবিউল আলমের নাট্যরূপ ও নির্দেশনায় নাটকটির নবনির্দেশনা ও কোরিওগ্রাফ করেছেন লিটু সাখাওয়াত।
‘আয়না বিবি’ দূর যুগের লৌকিক গল্প বা কথন থেকে গ্রামীণ প্রেম-বিশ্বাসের পটভূমিকায় মৌখিকভাবে রচিত ও চর্চিত। গল্পের আবেদন বর্তমান পেশাবাদী আধুনিক যুগে এসেও শেষ হয়ে যায়নি। নাটকটিতে দেখানো হবে, কর্পোরেট কালচারেও ঘরে ফেরা নারী ঘরের চৌকাঠে পা রেখেই কিভাবে হয়ে যান গৃহিণী বা নতমুখী নারী।
‘আয়না বিবির পালা’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লিটু সাখাওয়াত, দীপান্বিতা, গাজী রহিসুল ইসলাম তমাল, কামাল হোসেন, হাফসা আক্তার, রুবেল, সব্যসাচী চঞ্চল, রফিকুল ইসলাম, মিরাজ, রবিন, নাঈম, ইমরান প্রমুখ।
সারাবাংলা/টিএস/কেবিএন