পুরস্কার নিজের কাছেই রাখছেন প্রকাশ রাজ
৪ অক্টোবর ২০১৮ ১২:২১
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
ঘটনার শুরু ভারতীয় বুদ্ধিজীবী গৌরী লঙ্কেশ খুন হয়ে যাওয়ার পর। এই ঘটনায় সরকারপন্থী বুদ্ধিজীবী ও দেশটির প্রশাসন চুপ হয়ে গেলে মুখ খোলেন বলিউড অভিনেতা প্রকাশ রাজ। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে সমালোচনার তোপ দাগেন তিনি। দেশের প্রধানের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ায় অনেকেই ধরে নেন প্রকাশ হয়তো তার জাতীয় পুরস্কারটি ফিরিয়ে দিচ্ছেন। তবে প্রকাশ জানিয়েছেন, জাতীয় পুরস্কার কোনভাবেই ফিরিয়ে দেবেন না তিনি।
আরও পড়ুন : ১৪ অক্টোবর থেকে নতুন তুর্কি সিরিয়াল
গৌরী লঙ্কেশ খুনের পর প্রকাশ মন্তব্য করেছিলেন, ‘জাতীয় পুরস্কার আরও বড় কোনও অভিনেতার পাওয়া উচিত। তার নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।’ এই মন্তব্যেরে পরই গুঞ্জন শুরু হয়, প্রকাশ রাজ কি তবে জাতীয় পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন! পরে প্রকাশ অবশ্য জানিয়েছেন পুরস্কার তিনি ফিরিয়ে দেবেন না। গণমাধ্যমকে এই অভিনেতা বলেন, ‘জাতীয় পুরস্কার ফিরিয়ে দেয়ার মতো বোকা আমি নই। পুরস্কারটা আমি আমার কাজের জন্য পেয়েছি। এর জন্য আমি গর্বিত।’
গৌরী লঙ্কেশের খুন হওয়া প্রসঙ্গে প্রকাশ বলেন, ‘কেউ জানে না কে তাকে খুন করেছে কিন্তু তার মৃত্যু কারা উদযাপন করছে তা সবাই দেখতেই পাচ্ছে। এই ঘটনায় দেশের প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদি কীভাবে চুপ থাকতে পারেন! প্রধানমন্ত্রীর নীরবতা আমাকে ব্যথিত করেছে।’ তবে প্রকাশ এ’ও দাবী করেছেন যে তার মন্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।
গত বছরের সেপ্টেম্বরে নিজের বাড়ির সামনেই খুন হন প্রখ্যাত সাংবাদিক গৌরী লঙ্কেশ। দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী রাজনীতির কড়া সমালোচক ছিলেন গৌরী। তার জেরেই তাকে খুন হতে হয় বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়। গত ১০ মাসে একাধিক ব্যক্তিকে এই খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে।’
সারাবাংলা/টিএস/পিএম
আরো দেখুন :
লুবনা মারিয়ামের সাক্ষাৎকার: নাচের মানুষ, কাছের মানুষ
https://www.youtube.com/watch?v=Vlz9HVc3_tY