Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দঙ্গল’-এর চীন জয়


৩ জানুয়ারি ২০১৮ ১৭:৪১

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

বলিউডের সব রেকর্ড তছনছ করা ‘দঙ্গল’ এবার থাবা বসিয়েছে দেশের বাইরেও। ইন্টারনেট মুভি ডাটাবেজ চায়নার জরিপ অনুযায়ি ২০১৭ সালে চীনে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে শীর্ষে আছে দঙ্গল। ‘দঙ্গল’ হচ্ছে প্রথম ভারতীয় ছবি যেটি নিজের দেশে তুমুল ব্যবসা সফল হওয়ার পর ভিন্ন একটি দেশের বাজারেও শীর্ষস্থান দখল করলো। এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, তাইওয়ানের বাজারেও দারুণ ব্যবসা করে আমির খান অভিনীত এই ছবিটি। তবে শীর্ষে উঠে আসার ঘটনা এই প্রথম।
হিসেবটা গেলো বছরের জুলাইয়ের, ছবির এক মুখপাত্রের সে সময়ের তথ্য অনুযায়ি ‘দঙ্গল’ পুরো বিশ^ বাজারে ব্যবসা করেছিল দুই হাজার কোটি রুপি। মাঝে মাস পার হয়েছে আরও পাঁচ। হিসেবের অংকটাও তাই দুই পেরিয়ে আড়াই কিংবা তারও বেশি হওয়া বিচিত্র কিছু না।
তবে শুধু ব্যবসার দিক দিয়েই না, নিতেশ তিওয়ারি পরিচালিত বায়োপিক ঘরানার এই ছবিটি সমালোচকদেরও মন জয় করে নিয়েছে মুক্তির পরপরই। যে কারণে ভারতের কুস্তিগীর মহাবীর সিং ফোগাট আর তার দুই মেয়ের জীবনভিত্তিক এই ছবিটি মুক্তির দেড় বছর পরেও বাজার দাপাচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএম

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর