Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কঙ্গনা’র নতুন অভিযোগ


৭ অক্টোবর ২০১৮ ১২:৫৪ | আপডেট: ৭ অক্টোবর ২০১৮ ১৫:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।  

বলিউডের সবচেয়ে প্রশংসিত প্রযোজনা সংস্থা ফ্যান্থম ফিল্মস তাদের সিনেমা ব্যবসার ইতি টেনেছে গতকাল (৬ অক্টোবর, শনিবার)। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অনুরাগ কাশ্যপ টুইট করে নিশ্চিত করেছেন এ খবর। ফ্যান্থমের শীর্ষস্থানীয় কর্তা বিকাশ বালের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন কাশ্যপ।


আরও পড়ুন :  প্রিয়াঙ্কা প্রসঙ্গে রাষ্ট্রপতির ‘রসিকতা’ [ভিডিও]


ফ্যান্থম বিলুপ্তির একদিন পরেই বিকাশের বিরুদ্ধে নতুন করে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এবার তার দিকে আঙ্গুল তুলেছেন বলিউডের কুইনখ্যাত কঙ্গনা রনৌত। বিকাশের নির্দেশনায় ‘কুইন’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। ছবিটি করার সময়েই নাকি বিকাশ তাকে যৌন হয়রানি করেন।

বিজ্ঞাপন

রোববার ভারতীয় গণমাধ্যমকে কঙ্গনা বলেছেন, ‘আমি পুরোপুরি বিশ্বাস করি কুইনের সেটে বিকাশ আমাকে হয়রানি করেছে। যতবার আমাদের দেখা হয়েছে আমরা নিজেদের জড়িয়ে ধরেছি। সে আমার গলায় মুখ লুকাতো। সে আমাকে খুব জোরের সঙ্গে জড়িয়ে ধরতো, আর আমার চুলের ঘ্রাণ নিতো। বিকাশের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে ভালোই বেগ পেতে হতো আমাকে। সে আমাকে বলতো, তোমার গন্ধ আমার ভাল লাগে কঙ্গনা।’

কুইন ছবিটিকে ধরা হয় কঙ্গনার ক্যারিয়ারের সেরা ছবি। এই ছবিটিকে বলিউডের কাল্ট সিনেমা হিসেবেও মূল্যায়ন করেন অনেকে। এতে রানী চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রী হিসেবে ভারতের জাতীয় পুরস্কার জিতেছিলেন কঙ্গনা।

এই অভিনেত্রী বলেন, ‘কুইন ছবির দৃশ্যধারণের সময় বিকাশ বিয়ে করেছিল। ধরে নেই এই সময় সে তার নতুন সঙ্গীর সাথে নিয়মিতই যৌনক্রীড়ায় লিপ্ত হতো। আমি তার ব্যক্তি জীবনকে বিচার করছি না, কিন্তু আমি এটা বলতে পারি যখন আসক্তিটা অসুখের পর্যায়ে চলে যায়। সে প্রত্যেক রাতে পার্টি করতো আর আমি কেন আগে ঘুমিয়ে পড়ি সেটা নিয়ে আমাকে লজ্জা দিতো।

এই ঘটনায় অবশ্য পশ্চিমা মিডিয়াও বেশ নড়েচড়ে বসেছে। হাফিংটন পোস্ট লিখেছে, ফ্যান্থমের অফিসেও একজন কর্মীকে হেনস্থা করেছিলেন বিকাশ। অনুরাগ কাশ্যপ, মধু মান্তেনা এবং বিক্রমাদিত্যা মোতোয়ানে সেই ঘটনাটি বেশ ভালোভাবেই জানতেন। যদিও তারা ঘটনাটিকে আড়াল করে রেখেছিলেন অনেকদিন।

যাই হোক, বিকাশকে নিয়ে কঙ্গনা অবশ্য আরও অভিযোগ করেছেন। এর মধ্যে, নারীর অধিকার নিয়ে স্বোচ্চার হওয়ার কারণে বিকাশ একটি সিনেমা থেকে তাকে সরিয়ে দিয়েছেন বলেও জানিয়েছেন কঙ্গনা। এ কারণেই নাকি তাদের কথাও বন্ধ হয়ে যায় তখন। হরিয়ানা প্রদেশের একজন স্বর্ণজয়ী বক্সারকে নিয়ে সিনেমাটি হওয়ার কথা ছিলো। কঙ্গনা আক্ষেপ করে বলেন, বিকাশের কারণে একটি ভালো চিত্রনাট্য হাতছাড়া হয়ে গেছে তার।

[বিশেষ ভাবে] উল্লেখ্য, ফ্যান্থমের শেষ সিনেমাটি হতে যাচ্ছে ‘সুপার ৩০’, এতে একজন গনিতবিদের চরিত্রে অভিনয় করছেন হৃত্বিক রোশন। ছবিটি পরিচালনা করছেন বিকাশ বাল। ‘সুপার ৩০’ মুক্তি পাবে আসছে বছরের ২৫ জানুয়ারী। এদিন কঙ্গনার ‘মণিকর্ণিকা’ ছবিটিও মুক্তি পাবে। কঙ্গনা এর আগে ‘সুপার ৩০’ সিনেমার অভিনেতা হৃত্বিকের বিরুদ্ধেও হয়রানির অভিযোগ এনেছিলেন।

সারাবাংলা/টিএস/পিএম


আরো দেখুন :

সারাবাংলা’য় আড্ডা। অতিথি : শিমুল মুস্তাফা। উপস্থাপনা : পলাশ মাহবুব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর