Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবাংলা’য় আড্ডা অনুষ্ঠানে আজ থাকছেন তপু


৭ অক্টোবর ২০১৮ ১৭:২৫ | আপডেট: ৭ অক্টোবর ২০১৮ ১৭:৪২

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

সারাবাংলা’র স্টুডিও ভিত্তিক আয়োজন ‘সারাবাংলায় আড্ডা’। ইতিমধ্যেই এই আয়োজন দর্শকদের মনযোগ আকর্ষন করতে সক্ষম হয়েছে। সারাবংলা’য় আড্ডা অনুষ্ঠানের আজকের পর্বে অতিথি হিসেবে থাকছেন জনপ্রিয় কন্ঠশিল্পী তপু। অনুষ্ঠানটি আজ রবিবার (৭ অক্টোবর) সারাবাংলার ফেসবুক পেজে প্রচারিত হবে।


আরও পড়ুন :  আসিফ আকবরের ছবিতে তমা মির্জা ও আমান


এক পায়ে নুপূরখ্যাত তপু দেশের অত্যন্ত জনপ্রিয় কন্ঠশিল্পী। অসম্ভব জনপ্রিয় কিছু গান এসেছে এই শিল্পীর কন্ঠ থেকে। আজকের আড্ডায় শুধু কথা নয় তপু গেয়েছেন বেশ কিছু জনপ্রিয় গান। পাশাপাশি উঠে এসেছে তার সঙ্গীত ভ্রমণের গল্প। উঠে এসেছে আরও নানা প্রসঙ্গ।

প্রাণবন্ত এই আড্ডা উপস্থাপনা করেছেন সারাবাংলার উপ সম্পাদক পলাশ মাহবুব। অনুষ্ঠানটি দেখতে পাবেন আজ (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সারাবাংলার ফেসবুক পেজে।

সারাবাংলার ফেসবুক পেজ লিংক-

https://www.facebook.com/Sarabangla.net/

 


আরও পড়ুন :

তনুশ্রীর পর এলো আরেকটি গল্প

সেরা বাংলাবিদ চট্টগ্রামের দেবস্মিতা সাহা

কঙ্গনা’র নতুন অভিযোগ


আরো দেখুন :

সারাবাংলা’য় আড্ডা। অতিথি : শিমুল মুস্তাফা। উপস্থাপনা : পলাশ মাহবুব

তপু পলাশ মাহবুব সারাবাংলায় আড্ডা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর