Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মরণোত্তর চোখ দান করবেন আরিফিন শুভ


৮ অক্টোবর ২০১৮ ১৮:০০

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

‘মৃত্যুর পর আমাদের নিজেদের শরীরটার প্রয়োজন নেই। কিন্তু সেটা অন্য একজন মানুষের জীবন বদলে দিতে পারে। সেকারণে আমি সিদ্ধান্ত নিয়েছি মরণোত্তর চোখ দান করার। যদি আমার দ্বারা একটা মানুষ এই সুন্দর পৃথিবী দেখতে পায় তাহলে এর থেকে বড় আনন্দের বিষয় আর কি হতে পারে? মৃত্যুর পর পোকামাকড়ের খাবার হওয়ার চেয়ে আমার কাছে মানুষের কল্যাণে নিজের অঙ্গ দান শ্রেয়।’

নিজের চোখ দান করার সিদ্ধান্ত প্রসঙ্গে এভাবেই সারাবাংলার কাছে অভিমত ব্যক্ত করেন ঢালিউড সিনেমার  সুদর্শন নায়ক আরিফিন শুভ।

হঠাৎ কেনো বাংলা সিনেমার এই কাঙ্ক্ষিত নায়ক চোখ দান করার সিদ্ধান্ত নিলেন? প্রশ্নের উত্তরে শুভ বলেন, ‘হঠাৎ নয়। ছোটবেলা থেকেই আমার ইচ্ছা ছিল চোখ দান করার। যখন আমি স্কুলে পড়ি, তখন থেকে আমি চেয়েছিলাম আমার চোখ দিয়ে যেন কেউ একজন পৃথিবীর আলো দেখতে পায়।’

কোন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান মৃত্যুর পর আরেফিন শুভর চোখ সংরক্ষণ করবে সেটা এখনো ঠিক করা হয়নি। তিনি আরও বলেন, ‘যতটুকু জানি, আমাদের দেশে এটার কোন নিয়ম নেই। এই দেশে চোখ দান না করতে পারলে অন্য দেশে করব। আর যদি এখানে পারি তাহলে তো খুব ভালো। তবে চোখ আমি দান করবই।’

এদিকে নতুন সিনেমার তাজা খবর আছে কিনা জানতে চাইলে শুভ হতাশা নিয়ে জানান, ‘প্রত্যেক দিন একটি একটি করে সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। সিনেমা করে আর কি হবে! পর পর দুটি সিনেমা তো করেছি।’

শিগগিরই গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ ও নঈম ইমতিয়াজ নেয়ামূলের ‘জ্যাম’ সিনেমার দৃশ্যধারণের কাজে অংশ নেবেন।

সারাবাংলা/আরএসও/পিএ

অভিনেতা আরেফিন শুভ মরণোত্তর চোখ দান

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর