Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিয়েল নয়, রিল লাইফ রসায়নে রণবীর-দীপিকা


৯ অক্টোবর ২০১৮ ১২:৩১ | আপডেট: ৯ অক্টোবর ২০১৮ ১৫:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিয়েল নয়, রিল লাইফে রসায়নে রণবীর-দীপিকা

এন্টারটেইনমেন্ট ডেস্ক।।

তারা ভালোবেসে দুজন দুজনের চোখে চোখ রেখেছিলেন। রেখেছিলেন হাতে হাত। হয়ত সিদ্ধান্ত নিয়েছিলেন কখনো তারা হাত ছাড়বেন না একজন অন্যজনকে। কিন্তু তারা হাত ছেড়েছেন। হাত বদলেছেন। রণবীর কাপুর হাত ধরেছেন আলিয়া ভাটের, দীপিকা পাড়ুকোন ধরেছেন রণবীর সিংয়ের হাত।


আরও পড়ুন :  তিশার প্রথম ওয়েব সিরিজ ‘ইন্দুবালা’


তবে হাত ছাড়লেও তারা একে অপরের বন্ধু হয়ে ছিলেন। যদিও ‘তামাশা’ সিনেমার পর আর একসঙ্গে অভিনয় করেননি। তা প্রায় তিন বছর আগের কথা। দুই তারকার ভক্তরা চাইছিল রিয়েল লাইফে না হোক রিল লাইফে তাদের রসায়ন দেখতে।

দর্শক চাহিদার কথা মাথায় রেখে আবার রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনকে একসঙ্গে হাজির করবেন পরিচালক লভ রঞ্জন। শুধু রণবীর-দীপিকা নন, এই ছবিতে আরও অভিনয় করবেন অজয় দেবগণ  এবং টাবু।

বিজ্ঞাপন

আরও পড়ুন :  এক মঞ্চে চার সুপারস্টার


সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ‘দীপিকা সিনেমার কাহিনী সংক্ষেপ শুনেছেন। তিনি উৎসাহ দেখিয়েছেন। তবে এখনো সেভাবে কিছু চূড়ান্ত হয়নি।’

সিনেমা সম্পর্কে এর বেশি বিস্তারিত কিছু জানায়নি সংবাদ মাধ্যমটি। খুব শিগগিরই সিনেমা সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে বলে জানা গেছে।

সারাবাংলা/আরএসও


আরো দেখুন :

সারাবাংলা’য় আড্ডা। অতিথি : সংগীতশিল্পী তপু। উপস্থাপনা : পলাশ মাহবুব

অজয় দেবগণ টাবু দীপিকা পাডুকোন রণবীর কাপুর লভ রঞ্জন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর