Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলংকায় পুরস্কৃত ‘কমলা রকেট’


১০ অক্টোবর ২০১৮ ১৪:০১

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

প্রথম আন্তর্জাতিক পুরস্কার উঠলো নির্মাতা নূর ইমরান মিঠুর হাতে। তার পরিচালিত প্রথম সিনেমা ‘কমলা রকেট’ পেয়েছে পুরস্কার।


আরও পড়ুন :  মুখ ফসকে বের হয়ে গেল অ্যাভেঞ্জার্সের নতুন পর্বের টাইটেল


শ্রীলংকায় অনুষ্ঠিত হওয়া ‘জাফনা ইন্টারন্যাশনাল সিনেমা ফেস্টিভ্যাল’ থেকে পুরস্কার পেয়েছে ‘কমলা রকেট’। উৎসবের ডেবু ফিল্ম হিসেবে পুরস্কৃত হয়েছে ছবিটি। এতে বেশ আনন্দিত নূর ইমরান মিঠু।

 

তিনি সারাবাংলাকে বলেন, ‘অবশ্যই খুব আনন্দ লাগছে। দেশের বাইরে থেকে প্রথম পুরস্কার এটি। গতকাল (৯ অক্টোবর) দেশে ফিরেছি। আবার যেন ভালো কাজ করতে পারি।’

প্রতিযোগিতায় আটটি সিনেমার সঙ্গে লড়াই করে এই পুরস্কার জিতেছে ‘কমলা রকেট’। এর আগে ‘জাফনা ইন্টারন্যাশনাল সিনেমা ফেস্টিভ্যাল’-এ গিয়েছিল ‘জালালের গল্প’ সিনেমাটি।


আরও পড়ুন :  আবার ভিলেন চরিত্রে সেলিম


কমলা রকেট মূলত একটি ছায়া পৃথিবীর গল্প। একটি শতবর্ষী জলযানে আটকে পড়া মানুষের স্বরূপ উন্মোচনের চেষ্টা রয়েছে এই ছবিতে। চলতি বছরের রোজার ঈদে মুক্তি পায় ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটি। এতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, মোশারফ করিম, সামিয়া সাঈদ, জয়রাজসহ আরও অনেকে। শাহদুজ্জামানের ‘সাইপ্রাস’ ও ‘মৌলিক’ নামের দুটো ছোট গল্প থেকে নেয়া হয়েছে কমলা রকেটের চিত্রনাট্য।

সারাবাংলা/পিএ


আরো দেখুন :

সারাবাংলা’য় আড্ডা। অতিথি : সংগীতশিল্পী তপু। উপস্থাপনা : পলাশ মাহবুব

কমলা রকেট নূর ইমরান মিঠু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর