২২ বছর পর মুক্তি পেতে যাচ্ছে ‘সনাতন গল্প’
১০ অক্টোবর ২০১৮ ১৬:৩৭
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘সনাতন গল্প’ মুক্তি পেতে যাচ্ছে। ১৯৯৬-৯৭ অর্থবছরে অনুদান পায় ছবিটি। সেই হিসাবে ‘সনাতন গল্প’ মুক্তি পেতে যাচ্ছে ২২ বছর পর।
১৯ অক্টোবর ছবিটির মুক্তির তারিখ ঠিক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক মাসুম আজিজ। তিনি সারাবাংলাকে বলেন, ‘মাঝখানে ছবির কাজ বন্ধই হয়ে গিয়েছিল। আবার নতুন করে দৃশ্যধারণ করতে হয়েছে আমার। আশা করছি এবার মুক্তি দিতে পারব ছবিটি।’
আরও পড়ুন : সোনমকে জবাব দিলেন কঙ্গনা
প্রথমে ৩৫ মিলিমিটারে দৃশ্যধারণ করেছিলেন মাসুম আজিজ। তখন ছবির অভিনয়শিল্পী ছিল শমী কায়সার, তৌকীর আহমেদ, নাজমা আনোয়ারসহ অনেকে। কিন্তু নানা জটিলতায় তখন আর কাজ শেষ করতে পারেননি মাসুম আজিজ।
এরপর ২০১৭ সালে নতুন অভিনয়শিল্পীদের নিয়ে নতুন করে দৃশ্যধারণ শুরু করেন তিনি। ছবিতে অভিনয় করেছেন উৎস জামান, তাহমিনা কৃতিকা, জয়রাজ, তুষার মাহমুদ, সাবিহা জামান, মাসুম আজিজসহ অনেকে। এই ছবির মাধ্যমে সিনেমায় অভিষেক হচ্ছে মাসুম আজিজের ছেলে উৎস জামানের। এর আগে অনেক নাটকে অভিনয় করলেও ‘সানাতন গল্প’ হবে তার প্রথম চলচ্চিত্র।
দাদন প্রথা, মহাজন সংস্কৃতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে ছবির কাহিনী। ছবির শুটিং হয়েছে পাবনার ফরিদপুর, রূপগঞ্জ ও মানিকগঞ্জে।
সারাবাংলা/পিএ
আরও পড়ুন :
দেবলীনা’র রবীন্দ্রসংগীতের অ্যালবাম
শ্রীলংকায় পুরস্কৃত ‘কমলা রকেট’
আরো দেখুন :
সারাবাংলা’য় আড্ডা। অতিথি : সংগীতশিল্পী তপু। উপস্থাপনা : পলাশ মাহবুব