Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুরান ঢাকা আর কলকাতার ভাষায় পূজার গান


১১ অক্টোবর ২০১৮ ১৫:২২

কনা

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা আর ওপার বাংলার গায়ক আকাশ সেন আবারও জুটি বেঁধেছেন। দুজনে মিলে তৈরি করেছেন তাদের দ্বিতীয় গান। গানের শিরোনাম ‘ঢাকাইয়া মাইয়া কোলকাতার বাবু’। পূজা উপলক্ষে তৈরি করা হয়েছে গানটি।


আরও পড়ুন :  ‘হিমু’কে নিয়ে ছবি বানানোর ইচ্ছা সৃজিতের!


নাজির মাহমুদের কথা ও সুরে এবারের গানটিতে রয়েছে বিষয় ও ভাষার ভিন্নতা। আর এই গানে মডেল হয়েছেন মডেল সামিয়া হক। গানটি পুরান ঢাকার ভাষায় গেয়েছেন কনা আর কলকাতার ভাষায় গেয়েছেন আকাশ সেন।

গান প্রসঙ্গে কনা বলেন, ‘পুরান ঢাকার ভাষায় প্রথমবারের মতো গান গেয়ে ভীষণ মজা পেলাম। গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছি।’

আকাশ সেন বলেন, ‘বাংলাদেশে ইতিপূর্বে বেশকিছু গান গেয়েছি আমি। এবারের গানটির কথা, সুর, সংগীত ও ভিডিওর আয়োজন ভীষণ ভালো লেগেছে। কলকাতা এবং পুরান ঢাকার ভাষার মিশেলে দারুণ একটি গান বানিয়েছেন নাজির মাহমুদ।’

বিকে শাহীন খানের পরিচালনায় তৈরি হয়েছে গানের মিউজিক ভিডিও। জেডএস এন্টারটেইনমেন্ট এর ব্যানারে গানটি প্রকাশ হবে শিগগিরই।

সারাবাংলা/পিএ


আরও পড়ুন :

‘হালদা’র ঘরে গ্র্যান্ড প্রিক্স

ছবি নিয়ে আসছেন আমির-দীপিকা?


আরো দেখুন :

সারাবাংলা’য় আড্ডা। অতিথি : সংগীতশিল্পী তপু। উপস্থাপনা : পলাশ মাহবুব

কনা গান পূজা


বিজ্ঞাপন
সর্বশেষ

এখনো সালমানকে মিস করেন মৌসুমী
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৩

সালমান শাহ্‌কে হারানোর ২৮ বছর
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৪

সম্পর্কিত খবর