Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়েব সিরিজ প্রযোজনায় আনুশকা


১১ অক্টোবর ২০১৮ ১৬:৪৪ | আপডেট: ১১ অক্টোবর ২০১৮ ১৮:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আনুশকা

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা প্রযোজনায় এসেছেন অনেক আগেই। তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্লিন স্লেট ফিল্মস’ থেকে প্রযোজনা করা হয়েছে দুটি চলচ্চিত্র। সেগুলো হলো ‘পরি’ এবং ‘এনএইচ টেন’।


আরও পড়ুন :  পুরান ঢাকা আর কলকাতার ভাষায় পূজার গান


সিনেমা তো হলো। এবার আনুশকা শর্মা প্রযোজনা করতে যাচ্ছেন ওয়েব সিরিজ। প্রযোজকের দায়িত্বে আনুশকার সঙ্গে রয়েছেন তার ভাই ক্রানেশ শর্মা। একের বেশি সংখ্যক ওয়েব সিরিজ নিয়ে প্রযোজনায় নামছেন আনুশকা।

এরইমধ্যে আনুশকা ও ক্রানেশ তাদের প্রথম ওয়েব সিরিজটি প্রচারের জন্য চুক্তি করে ফেলেছেন অ্যামাজনের সঙ্গে। পুলিশ ঘরানার গল্প নিয়ে তৈরি হবে ওয়েব সিরিজটি।

বিজ্ঞাপন

ওয়েব সিরিজগুলোর জন্য আনুশকা আস্থা রেখেছেন তার এনএইচ টেনস উরতা পাঞ্জাব সিনেমার গল্পকার সন্দীপ শর্মার উপর। তবে এতে আনুশকা অভিনয় করবেন না বলে জানা গেছে।

শিগগিরই আনুশকা ওয়েব সিরিজে তার অভিষেক প্রযোজনার ঘোষণা দেবেন আনুষ্ঠানিকভাবে।

সারাবাংলা/পিএ


আরও পড়ুন :

‘হিমু’কে নিয়ে ছবি বানানোর ইচ্ছা সৃজিতের!

‘হালদা’র ঘরে গ্র্যান্ড প্রিক্স

ছবি নিয়ে আসছেন আমির-দীপিকা?


আরো দেখুন :

সারাবাংলা’য় আড্ডা। অতিথি : সংগীতশিল্পী তপু। উপস্থাপনা : পলাশ মাহবুব

অভিনেত্রী আনুশকা শর্মা প্রযোজনা

বিজ্ঞাপন

নেইমারের গোলে সান্তোসের জয়
১৭ জুলাই ২০২৫ ১২:১৬

আরো

সম্পর্কিত খবর