‘নহি দেবী, নহি সামান্যা নারী’
১৩ অক্টোবর ২০১৮ ২২:৪৪
স্বেচ্ছাসেবী সংগঠন ‘নারীপক্ষ’ পালন করছে তাদের পথচলার ৩৫ বছর। শুক্রবার বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে মাদল বাজিয়ে সম্মেলনের সূচনা হয়। এদিন সন্ধ্যায় সাধনা গবেষণা ও সাংস্কৃতিক কেন্দ্রের পরিবেশনায় মঞ্চস্থ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা অবলম্বনে ‘নহি দেবী, নহি সামান্যা নারী’ নৃত্যনাট্য। এর কাব্যনাট্য ও নৃত্যভাবনায় ছিলেন লুবনা মারিয়াম। নৃত্য পরিচালনায় ছিলেন সুইটি দাশ চৌধুরী। পুরো আয়োজনটির সংগীত পরিচালনা করেছেন নির্ঝর চৌধুরী। সারাবাংলার স্পেশাল ফটো করেসপন্ডেন্ট আশীষ সেনগুপ্ত-এর ক্যামেরায় দেখব ‘নহি দেবী, নহি সামান্যা নারী’ নৃত্যনাট্যের কিছু স্থিরচিত্র…
সারাবাংলা/এএসজি/টিএস/এমআই
আরো দেখুন :
লুবনা মারিয়ামের সাক্ষাৎকার: নাচের মানুষ, কাছের মানুষ
চিত্রাঙ্গদা নহি দেবী নহি সামান্যা নারী নারীপক্ষ নির্ঝর চৌধুরী লুবনা মারিয়াম সাধনা সুইটি দাশ চৌধুরী