Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাসুদ রানা পরিচালনা করবেন আসিফ আকবর!


১৪ অক্টোবর ২০১৮ ১৫:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।। 

জনপ্রিয় থ্রিলার উপন্যাস মাসুদ রানা সিরিজের ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের ঘোষণায় নড়েচড়ে বসেছে চলচ্চিত্রপ্রেমীরা। কিন্তু কে করবেন ছবির পরিচালনা? এমন প্রশ্নের জবাবে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জানিয়েছেন ঢালিউড, টলিউড বা বলিউড নয়, ‘ধ্বংস পাহাড়’ সিনেমা পরিচালনা করতে পরিচালক আসবেন হলিউড থেকে।

আর তারপর থেকেই শুরু হয় জল্পনা-কল্পনা। কে হতে পারেন সেই পরিচালক? প্রকাশিত সংবাদে আরও ছিল, বাংলাদেশি বংশদ্ভুত সেই পরিচালক হলিউডে সায়েন্স ফিকশন ঘরানাসহ তিনটি সিনেমা নির্মাণ করেছেন। তার ঝুলিতে রয়েছে পুরস্কারও।

বিজ্ঞাপন

এসব তথ্য বিচার করে যাকে পাওয়া গেল তিনি আসিফ আকবর। ইন্টারন্যাশনাল মুভি ডাটাবেজ (আইএমডিবি)-এ অবশ্য কোথাও লেখা নেই যে আসিফ আকবর বাংলাদেশি বংশদ্ভুত। তবে তার পরিচালিত সিনেমার তালিকায় লেখা রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি সিনেমার নাম। ‘ফাদার অব ন্যাশন’ শিরোনামের ছবিটি আছে প্রি-প্রোডাকশন পর্যায়ে। এ থেকে ধারণা করা যায় আসিফ আকবর বাংলাদেশি বংশদ্ভুত।

তার সায়েন্স ফিকশন ছবির নাম ‘এস্ট্রো’। মিলানে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল ফিল্মমেকার ফেস্টিভাল অব ওয়ার্ল্ড সিনেমা’ উৎসবে পুরস্কৃত হয়েছেন তিনি। এসব মিলিয়ে ধারণা করা হচ্ছে মাসুদ রানা চলচ্চিত্রের জন্য আসিফ আকবরের সঙ্গেই কথা বলছে প্রযোজক।

এ ব্যাপারে জানতে চাইলে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ পরিচালক হিসেবে আসিফ আকবরের নাম উড়িয়ে দেননি। আবার আসিফ আকবরই যে পরিচালক তা স্বীকারও করেননি। তিনি সারাবাংলাকে বলেন, ‘পরিচালকের সঙ্গে কথাবার্তা আরও অনেকদূর এগিয়েছে। পরিচালক কে তা এখনই প্রকাশ করতে চাই না।’

মাসুদ রানা সিরেজের ‘ধ্বংস পাহাড়’ ছবিটির কাজ ভালোভাবেই এগিয়ে চলেছে। সম্ভাব্য এই পরিচালকের সঙ্গে অনলাইনে আলাপচারিতার মাধ্যমে চিত্রনাট্যসহ প্রি-প্রোডাকশনের কাজ এগিয়ে নিচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান। মাসুদ রানা চরিত্রে অভিনয়ের জন্য অডিশনের জন্য খোঁজা হচ্ছে অভিনেতা। ভিলেন চরিত্রে থাকবে আরও বড় চমক।

সারাবাংলা/পিএ/টিএসূ

আসিফ আকবর মাসুদ রানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর