Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেবীর মুখোমুখি নায়ক


১৭ অক্টোবর ২০১৮ ১২:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেবীর মুখোমুখি নায়ক

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

শুক্রবার আসছে দেবী। ঢাকার সিনেমা পাড়ায় জয়া আহসান ও চঞ্চল চৌধুরী অভিনীত এই চলচ্চিত্র নিয়ে আগ্রহের শেষ নেই। তবে সেই আগ্রহে এবার ভাগ বসাতে যাচ্ছে নায়ক! অনম বিশ্বাসের প্রথম সিনেমার সঙ্গে মুক্তি পাচ্ছে নায়ক শিরোনামের আরও একটি ছবি।

আগামী ১৯ অক্টোবর সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে ইস্পাহানি আরিফ জাহানের ‘নায়ক’ ছবিটি। গত ১২ অক্টোবর মুক্তি পাবার কথা ছিল ‘নায়ক’-এর, কিন্তু অপর একটি ছবির প্রযোজক মামলা ঠুকে দিলে ছবিটি আটকে যায়। আইনি জটিলতা শেষে ‘নায়ক’ মুক্তি পাচ্ছে আর দুদিন বাদে।

সারাদেশে ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘নায়ক’। এরপূর্বে গত ২৮ সেপ্টেম্বর মাত্র ১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ছবিটি। এই প্রসঙ্গে ছবির পরিচালক ইস্পাহানি আরিফ জাহান বলেন, ‘বড় পরিসরে ছবিটি মুক্তি পাচ্ছে। ছবিটা ভালো হবে অনেক । আমাদের ক্যারিয়ারের অন্যতম সেরা ছবি হতে যাচ্ছে এটি।’

বিজ্ঞাপন

‘নায়ক’ ছবির গল্প প্রসঙ্গে নায়িকা অধরা খান বলেন, ‘এই ছবির গল্পটা আমাদের জীবনের গল্পে। চারপাশের ঘটনা এখানে। বর্তমান সময়ের দর্শকের কথা মাথায় রেখেই ছবি তে অভিনয় করেছি।’

এই ছবিতে আরও অভিনয় করেছেন বাপ্পী, মৌসুমী, অমিত হাসান, আমান রেজা, নুসরাত জাহান পাপিয়াসহ অনেকে।

সারাবাংলা/টিএস/আরএসও

অধরা খান অমিত হাসান আমান রেজা দেবী নায়ক নুসরাত জাহান পাপিয়া বাপ্পী মৌসুমী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর