Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে কারণে কম হলে মুক্তি পাচ্ছে ‘দেবী’


১৭ অক্টোবর ২০১৮ ১৪:৪০

দেবী

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বিসর্জনের মধ্য দিয়ে দশমীতে বিদায় নেবেন দেবী দুর্গা। একইদিনে (১৯ অক্টোবর) আসছে অনম বিশ্বাসের সিনেমা ‘দেবী’। কিংবদন্তি কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি।

এতে প্রধান প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জয়া আহসান এবং শবনম ফারিয়া। গত কয়েকমাস ধরে ব্যাপকভাবে প্রচারণা করা হয়েছে সিনেমাটির। একদিকে হুমায়ূন আহমেদের উপন্যাস, অন্যদিকে ভিন্নমাত্রার প্রচারণা ‘দেবী’ সিনেমার প্রতি মানুষের আগ্রহ বাড়িয়েছে।

তবে এতো প্রচারণা আর মানুষের আগ্রহ থাকার পরও সিনেমাটি মুক্তি পাচ্ছে মাত্র ২৯ টি প্রেক্ষাগৃহে। কেনো? প্রশ্নের উত্তরে অনম বিশ্বাস সারাবাংলাকে বলেন, ‘আমরা একবারে অনেক সিনেমা হলে মুক্তি দিতে চাইনি। যখন মানুষের কাছে সিনেমার চাহিদা বাড়বে তখন হয়ত পর্যায়ক্রমে প্রেক্ষাগৃহের সংখ্যা বাড়বে। আমরা চাই সিনেমাটি সব হুমায়ূন আহমেদ ভক্তরা দেখুক। তারা দেখে অন্যদের উৎসাহ দিক সিনেমাটি দেখার জন্য।’

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অনিমেষ আইচ, ইরেশ জাকের। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি সহ-প্রযোজক হিসেবে আছে জয়া আহসানের সি-তে সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান।

সারাবাংলা/আরএসও/পিএ

চঞ্চল চৌধুরী জয়া আহসান দেবী মিসির আলী

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর