Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লুলিয়াকে ইন্সটাগ্রামে শুভেচ্ছা জানালেন সালমান খান


১৭ অক্টোবর ২০১৮ ১৬:২৮

লুলিয়াকে ইন্সটাগ্রামে শুভেচ্ছা জানালেন সালমান খান

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

সালমান খান কি লুলিয়া ভেনচুরের সঙ্গে প্রেম করছেন? নাকি তারা শুধুই বন্ধু? সালমান ভক্তদের কাছে প্রশ্ন দুটি থেকে থেকে উঁকি দেয়। যতটুকু জানা যায়, লুলিয়া ভেনচুরের প্রেমে মজেছেন সালমান খান। খুব গোপনে চলছে ভালোবাসা ।

এসব ভারতীয় সংবাদ মাধ্যমের খবর। এর সত্যতা নিয়ে বলিউড ভাইজান কখনো মুখ খোলেননি। অবিবাহিত জীবনের পঞ্চাশ বছর পার করে দেয়া সালমান খান শেষ পর্যন্ত লুলিয়াকেই বিয়ে করতে পারেন এমনটি মনে করছেন সবাই। আর সেজন্যই হয়ত লুলিয়ার প্রথম বলিউড ছবির ফার্স্ট লুক পোস্টার নিজের ইন্সটাগ্রামে প্রকাশ করে শুভ কামনা জানিয়েছেন। যদিও এর আগে তার হাত ধরে অনেক অভিনেত্রী বলিউডে পা রেখেছেন।

https://www.instagram.com/p/Bo_T-JPHE2-/?taken-by=beingsalmankhan

বলিউডে লুলিয়ার প্রথম সিনেমার নাম ‌‌‌‌‌‌‌‘রাধা কিউ গোরি ম্যায় কিউ কালা’। এটি পরিচালনা করেছেন প্রেম আর সনি। এটি প্রযোজনা করছে স্টুডিও ফাইভ এলিমেন্টস।

একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। একজন নারী পর্যটক, যিনি ভারতে ঘুরতে আসেন দেশটির সংস্কৃতি সম্পর্কে জানতে। কিন্তু তিনি দুর্ভাগ্যবশত ধর্ষণের শিকার হন।

পোল্যান্ড, মথুরা ও দিল্লিতে সিনেমার শুটিং হয়েছে। আগামী বছর মে মাসে মুক্তি পাবে সিনেমাটি। এর আগে সালমান খানের ‘রেস থ্রি’ ছবির জন্য দুটি গান গেয়েছিলেন লুলিয়া।

সারাবাংলা/আরএসও/পিএ

রাধা কিউ গোরি ম্যায় কিউ কালা লুলিয়া ভেনচুর সালমান খান

বিজ্ঞাপন

নতুন স্বাদে কাঁচা কাঁঠাল
১৯ এপ্রিল ২০২৫ ১৬:৫৭

এবার ধোনির দলে 'বেবি এবি'
১৯ এপ্রিল ২০২৫ ১৬:৫০

আরো

সম্পর্কিত খবর