তাহসানের নায়িকা শ্রাবন্তী?
৪ জানুয়ারি ২০১৮ ১৯:২৯ | আপডেট: ৫ জানুয়ারি ২০১৮ ১২:১১
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। এতে তাকে দেখা যাবে অরিত্রী চরিত্রে।
‘যদি একদিন’ ছবির শুটিং হবে বাংলাদেশে। ওয়ার্ক পারমিট নিয়েই ঢাকায় আসবেন শ্রাবন্তী। এরইমধ্যে তার ওয়ার্ক পারমিটের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
শ্রাবন্তীর পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমার পূর্বপুরুষদের বাড়ি বরিশালে। সে সূত্রে বাংলাদেশের প্রতি আমার আলাদা টান কাজ করে। এখানে আবার যাওয়ার সুযোগ পাওয়ার অনুভূতি দারুণ।’
ছবিটিতে এরইমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন গায়ক তাহসান এবং ‘ঢাকা অ্যাটাক’ দিয়ে আলোচনায় আসা তাসকিন। শ্রাবন্তী কার নায়িকা হবেন? এ প্রশ্নের উত্তর এখনই খোলাসা করছেন না পরিচালক রাজ। আড়াল রেখে বলছেন, ‘হতে পারে শ্রাবন্তী দু’জনেরই নায়িকা। আবার না-ও হতে পারে।’
এর আগে দুই বাংলার যৌথ প্রযোজনায় ‘শিকারী’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন শ্রাবন্তী। এবার শুধুই বাংলাদেশের প্রযোজিত ছবিতে কাজ করতে আসছেন তিনি।
শ্রাবন্তীকে নেওয়া প্রসঙ্গে পরিচালক রাজ বললেন, ‘অরিত্রী চরিত্রে যেমন অভিনেত্রী দরকার ছিল শ্রাবন্তীর মধ্যে সব গুণই আছে। অনেক ভেবে চিত্রনাট্য অনুযায়ী তাকে নির্বাচন করেছি। ছবিটা পর্দায় এলেই বোঝা যাবে শ্রাবন্তীই এ চরিত্রের জন্য মানানসই।’
বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের চ্যানেল আরটিভি প্রযোজিত ‘যদি একদিন’ ছবির চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। এটি মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পঞ্চম ছবি।
সারাবাংলা/পিএ/কেবিএন