অন্তর্জালে শোকের স্রোত
১৮ অক্টোবর ২০১৮ ১৬:০১
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
রুপালী গিটার ছেড়ে অনন্তের পথে যাত্রা করেছেন আইয়ুব বাচ্চু। তার প্রয়াণে শোকের স্রোত গড়িয়ে পড়ছে অন্তর্জালে। আট ও নয়ের দশকের সন্ধিক্ষণে জন্ম নেয়া শ্রোতারা শোক প্রকাশ করছেন প্রিয় শিল্পীর বিদায়ে। শোক জানিয়েছেন আইয়ুব বাচ্চুর সঙ্গে গানের জগতে পরিচিত হওয়া সতীর্থরাও।
এলআরবি ব্যান্ডের দলনেতাকে নিয়ে হৃদয়স্পর্শী এক স্মৃতিকথা শেয়ার করেছেন গণমাধ্যমকর্মী আব্দুর নুর তুষার। লেখাটি তিনি শেষ করেছেন এভাবে, ‘এত কোটি মানুষকে জীবনে আনন্দ আর বেদনার সময় গান গেয়ে ভাল রেখেছেন, তাদের দোয়া আপনাকে বহুদূরের সেই দেশে ভাল রাখবেই। বেঁচে থাকলে প্রিয় বিয়োগের বেদনা হবেই। আপনার না থাকার বেদনা বাকি সময় বহন করতেই হবে আমাকে। অামি এখনো আপনার গান শুনছি। বহুদুর যেতে হবে। ভালোবাসা।’
আইয়ুব বাচ্চুর প্রয়াণে শোকের ঢেউ লেগেছে রাজনৈতিক অঙ্গনেও। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী শোক জানিয়েছেন, শোক প্রকাশ করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীও। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘সবাইকে কাঁদিয়ে ওপারে চলে গেলো কোটি তরুণের কৈশোরের প্রচন্ড ভালোলাগা-ভালোবাসার মানুষটা। প্রিয় ‘আইয়ুব বাচ্চু’ আর নেই…’
মারিয়া তুষার লেখেন, ‘দয়া করে কেউ বলুন এটা মিথ্যা খবর। বিশ্বাস হচ্ছে না। দিনটা শুরু করছি একটা খারাপ খবর দিয়ে। আইয়ুব বাচ্চুর গাওয়া ‘আর কত এভাবে আমাকে কাঁদাবে, আরও বেশী কাঁদালে উড়াল দেবো আকাশে’ গানের কথা শেয়ার করে তাকে স্মরণ করেছেন প্রখ্যাত সাহিত্যিক আনিসুল হক।
মানবাধিকার কর্মী ও আইনজীবী ইমতিয়াজ মাহমুদ লিখেছেন, ‘আইয়ুব বাচ্চু আর নেই! না, সে কি করে হবে? আইয়ুব বাচ্চু আছেন। মাফ করে দিও বস। মরে যাও আর যাই কর, তুমি আমাদের জীবনে অবশ্যই ছিলে, আছো আর থাকবেই থাকবে। শিল্পীর আবার মৃত্যু কি রে!’ চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু লিখেছেন, ‘এভাবে মৃত্যুর খবর দিতে আর ভালো লাগে না। শুধু বলবো বাচ্চু ছিলেন আমাদের সময়ের ওয়ান অব দ্য গ্রেট মিউজিশিয়ানস। সালাম।’
সতীর্থ মিউজিশিয়ান শাফিন আহমেদ লিখেছেন, ‘আরটিভিতে RMusic নামে একটা চমৎকার প্রোগ্রাম করতো আইয়ুব বাচ্চু। আমাকে ডেকেছিল সে অনুষ্ঠানে, কয়েকটা গান করেছিলাম। তারমধ্যে এটা একটা। ‘তুমি নেই।’ গানটা আজকে অন্যভাবে উপলব্ধি করছি।’
এর আগে, বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে ৯ টা ৫৫ মিনিটে আইয়ুব বাচ্চুকে মৃত ঘোষণা করেন স্কয়ার হাসপাতালের চিকিৎসকরা। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন বলে নিশ্চিত করেন স্কয়ার হাসপাতাল পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ড. মির্জা নাজিম উদ্দিন।
বেলা সাড়ে এগারটায় ড. মির্জা নাজিম উদ্দিন স্কয়ার হাসপাতালে প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘সকাল সাড়ে ৮ টায় আইয়ুব বাচ্চু বাসায় অসুস্থ হয়ে পড়লে তার ড্রাইভার আমাদের হাসপাতালে নিয়ে আসেন। আমরা তাকে মৃত অবস্থাতেই পাই। তারপরও ১৫ থেকে ২০ মিনিটি চেষ্টা করেন চিকিৎসকরা। পরে ৯টা ৫৫ মিনিটে তাকে আমরা মৃত ঘোষণা করি।’
সারাবাংলা/টিএস/পিএ