Sunday 13 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইয়ুব বাচ্চু আমাকে গানের ক্যাসেট উপহার দিয়েছিলেন: রুপম ইসলাম


১৮ অক্টোবর ২০১৮ ১৬:২৭

রেজওয়ান সিদ্দিকী অর্ণ, স্টাফ করেসপন্ডেন্ট।।

‘আইয়ুব বাচ্চু আমার পরিবারের একজন, দাদার মতো। সবসময় গাইড করেছেন। এগিয়ে চলার প্রেরণা দিয়েছেন। যখন আমি স্ট্রাগল করছিলাম তখন তিনি আমাকে বলতেন, তুই যেভাবে গাইছিস তাতে পশ্চিম বাংলায় রক সংগীত প্রতিষ্ঠা পাবে। কারণ আমরা যে ঢংয়ের  রক গান করতাম তেমন ঢংয়ের রক গানের প্রচলন পশ্চিম বাংলায় ছিল না।’

এভাবেই রুপম ইসলাম সদ্য প্রয়াত বাংলাদেশের রক সংগীতের নক্ষত্রসম শিল্পী আইয়ুব বাচ্চু সম্পর্কে নিজের অভিমত ব্যক্ত করেছেন সারাবাংলার কাছে। রুপম ইসলাম কলকাতার জনপ্রিয় ফসিল ব্যান্ডের প্রধান গায়ক। এছাড়া তিনি গান লেখেন এবং সিনেমায় গান করেন। বাংলা গানের পাশাপাশি তিনি গেয়েছেন হিন্দি গান। বর্তমান তরুণ প্রজন্মের কাছে তিনি তুমুল জনপ্রিয় একজন শিল্পী।

কিংবদন্তি আইয়ুব বাচ্চুর মৃত্যুতে তিনি শোকে মুহ্যমান হয়ে পড়েছেন। এতো দ্রুত তিনি আকাশের ওপারে পাড়ি জমাবেন ভাবতে পারেননি। আর সেকারণে আইয়ুব বাচ্চু সম্পর্কে বলতে গিয়ে বার বার আবেগপ্রবণ হয়ে পড়ছিলেন তিনি। রুপম আরও বলেন, ‘তিনি নানাভাবে আমাকে সাহস যোগাতেন। আমি আর এলআরবি যদি কখনো একসঙ্গে শো করতাম তাহলে আমার গান গাওয়ার সময় তিনি স্টেজে চলে আসতেন। আমরা একসঙ্গে গান করতাম। এই তো গত বছরের কথা, আমি তাকে একটি অনুষ্ঠানে পুরস্কার দিচ্ছিলাম। তখন তিনি বললেন, রুপমকে গাইতে হবে। আমি বাজাব।’

চোখ বুঝলেই তার সঙ্গে কাটানো কোন সময়টার কথা মনে পড়ছে? প্রশ্নের উত্তরে রুপম স্মৃতিকাতর হয়ে পড়েন। কিছু সময় ভেবে বলেন, ‘তার সঙ্গে কাটানো প্রতি মুহূর্তের কথা মনে পড়ছে। কোন স্মৃতি ভোলার নয়। তিনি যখন প্রথম কলকাতা এসেছিলেন তখন গোলপার্কের কাছাকাছি একটি গেস্ট হাউজে উঠেছিলেন। আমি সেখানে গিয়ে প্রথম আলাপ করেছিলাম। প্রথম আলাপ থেকেই তিনি আমাকে পছন্দ করতেন। শেষবার যখন তিনি কলকাতায় এসেছিলেন তখন তিনি আমার বাড়িতে গিয়েছিলেন। একসঙ্গে ফেসবুকে লাইভ করলাম। আমরা একসঙ্গে গেয়েছি। সেসময় তিনি বলেছিলেন, এটাই শেষ নয়। দুর্ভাগ্যবশত এটাই শেষ হয়ে গেলো!’

বিজ্ঞাপন

এলআরবির সঙ্গে সামনে কিছু কনসার্ট করার কথা ছিল। সেভাবে পরিকল্পনা এগোচ্ছিল বলে জানান রুপম ইসলাম। তিনি বলেন, ‘আমাদের একসঙ্গে আবার স্টেজে ওঠার কথাবার্তা চলছিল। কিন্তু সেটা আর হবেনা। ভাবতেই খারাপ লাগছে।’

রুপম ইসলাম জানান, ‘আইয়ুব বাচ্চু আমাকে গানের ক্যাসেট উপহার দিয়েছিলেন। গানের ক্যাসেটের নাম ছিল “মন চাইলে মন পাবে”। আমি তার কাছে ফোন নম্বর চেয়েছিলাম। সেসময় তিনি ক্যাসেটে অটোগ্রাফসহ ফোন নম্বর লিখে আমাকে উপহার দিয়েছিলেন।’

সারাবাংলা/আরএসও/পিএ

আইয়ুব বাচ্চু রুপম ইসলাম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর