Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোশাররফ করিমের ‘অর্ধেক সত্য’


২০ অক্টোবর ২০১৮ ১৪:৩৩ | আপডেট: ২০ অক্টোবর ২০১৮ ১৫:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

এক জীবনে অনেক চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। বেশির ভাগ চরিত্রেই কমেডি করেছেন, অভিনয় করেছেন অল্প কিছু সিরিয়াস চরিত্রেও। জাতীয় চলচ্চিত্র জয়ী এই অভিনেতা একটি নাটকে এবার খুনী সেজেছেন। নাটকের নাম ‘অর্ধেক সত্য’।

‘অর্ধেক সত্য’ থ্রিলারধর্মী ধারাবাহিক নাটক। এটি পরিচালনা করেছেন অঞ্জন আইচ। গল্পে দেখা যাবে, মোশাররফ করিম তার স্ত্রীকে খুন করে পালিয়ে বেড়ায়। তবে সত্যিকার্থে তার স্ত্রী খুন হয় না। অন্য কারো একজনের আশ্রয়ে চলে যায়।

‘অর্ধেক সত্য’ নাটকে মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে আছেন অভিনেত্রী নাদিয়া আহমেদ। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, ফারুক আহমেদ, আখম হাসান ও রুনা খান।

বিজ্ঞাপন

মোশাররফ করিম বলেন, ‘অর্ধেক সত্য থ্রিলারধর্মী গল্পের নাটক। রহস্য ভরা নাটকে এটা আমার প্রথম কাজ। প্রতিটি পর্বে একটা উত্তেজনা থাকবে, যেটি দর্শকেরা উপভোগ করবে। কাজটা করার সময় আমার নিজেরই এমন অনুভুতি হয়েছে। সবমিলিয়ে নাটকটি নিয়ে আমি খুব খুশী।’

২১ অক্টোবর থেকে আরটিভিতে প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ১০টায় প্রচার হবে ‘অর্ধেক সত্য’ ধারাবাহিকটি।

সারাবাংলা/টিএস/আরএসও

অর্ধেক সত্য মোশাররফ করিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর