এবিকে স্মরণ করলেন বাপ্পা
২০ অক্টোবর ২০১৮ ১৬:৩৫
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।
আইয়ুব বাচ্চু চলে গেছেন। কাঁদছেন ভক্তরা, কাঁদছেন তার অনুজ শিল্পীরাও। বাপ্পা মজুমদার সেই অনুজদের একজন। বাংলা রক সংগীতের কিংবদন্তির মৃত্যু তাকে বেদনার সাগরে ভাসিয়েছে। সেই বেদনার সাগরে ভাসতে ভাসতেই আইয়ুব বাচ্চুকে উৎস্বর্গ করে গীটারের তারে সুর বেধেছেন তিনি।
শনিবার (২০ অক্টোবর) নিজের ইলেকট্রিক গীটারে আইয়ুব বাচ্চুর জনপ্রিয় কয়েকটি গানের সুর তুলে একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন। ভিডিওটিতে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে গীটার বাজাতে দেখা গেছে বাপ্পা মজুমদারকে।
https://www.facebook.com/BeeEmmz/videos/10161201154480413/
ভিডিওটি প্রকাশ করার পাশপাশি আবেগমিশ্রিত একটি ক্যাপশনও দিয়েছেন এই জনপ্রিয় সংগীতশিল্পী। ক্যাপশনে লেখেন, ‘ভালোবাসা, সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করছি বাচ্চু ভাইয়ের প্রতি। আমাদেরকে তিনি অসামান্য সৃষ্টি দিয়েছেন, বাংলা গানকে সমৃদ্ধ করেছেন এবং জাতি হিসেবে আমাদেরকে গর্বিত করেছেন। গানের জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা আপনাকে স্মরণ করব। অভিবাদন গ্রহণ করুন। আমি আমার আবেগ ধরে রাখতে পারছি না।’
সারাবাংলা/আরএসও/টিএস