Friday 15 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুগের সঙ্গে তাল মেলাতে চান পপি


২৩ অক্টোবর ২০১৮ ১৯:২২

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।

সময়ের হাত ধরে চিত্রনায়িকা পপির ক্যারিয়ার পেরিয়েছে দুই দশক। সেও বছরখানেক আগে । আঙুলের কর গুনে হিসেব করলে একুশ বছর। যেন তরুণ বয়সের ক্যারিয়ার। প্রস্ফুটিত তরুণীর মত তিনি এখনও আকর্ষণ জমিয়ে রেখেছেন নিজের ভেতর। আর তাই নিজের ক্যারিয়ারকে নতুন করে সাজাতে চাইছেন তিনি। তারই পদক্ষেপ হিসেবে প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি। ওয়েব সিরিজের নাম ‘ইন্দুবালা’। এটি পরিচালনা করছেন অনন্য মামুন। এতে পপি অভিনয় করছেন নাম ভূমিকায়।

বিজ্ঞাপন

প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করে উচ্ছ্বসিত পপি। বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী পপি কেন ওয়েব সিরিজে অভিনয় করার সিদ্ধান্ত নিলেন? উত্তরে পপি সারাবাংলাকে বলেন, ‘এখন সময় বদলেছে। অনলাইনের যুগ এখন। বিশ্বব্যাপী ওয়েব সিরিজের চাহিদা বাড়ছে। মানুষ হাতের মুঠোয় বিনোদন চায়। আমাদেরও যুগের সঙ্গে তাল মেলাতে হবে। পিছিয়ে পড়লে চলবেনা। আমি একজন অভিনেত্রী। ভালো গল্প পেলে আমি অভিনয় করব। হোক সেটা সিনেমা, নাটক, বিজ্ঞাপন কিংবা ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজটির গল্প আমার কাছে ভালো লেগেছে। অভিনয় করার সুযোগ আছে বলে মনে হয়েছে। তাই রাজি হয়ে গেলাম।’

সিনেমা ইন্ডাস্ট্রিতে পপি অনেক দিন হলো আলোচনায় নেই, কেনো? পপি বেশ জোরালো গলায় এই কথার প্রতিবাদ করলেন। বললেন, ‘কীভাবে আমি আলোচনায় নেই। কোন বছর আমার অভিনীত ছবি মুক্তি পায়নি বলুন? প্রতি বছর আমার সিনেমা মুক্তি পেয়েছে। আমি সবসময় আলোচনায় ছিলাম। আমি ঢাক ঢোল বাজানো ছাড়াই কাজ করে যাচ্ছি। ঢাক ঢোল বাজানোর পক্ষে নই। আমি মনে করি আমার কাজই সবসময় আমাকে আলোচিত করবে।’

বিজ্ঞাপন

আগের চেয়ে সিনেমায় পপির উপস্থিতি কম। এ বিষয়ে পপি বলেন, ‘আমি বেছে বেছে কাজ করতে পছন্দ করি। আগে ইন্ডাস্ট্রিতে একশ থেকে দেড়শ সিনেমা বানানো হতো। এখন সেখানে বিশ থেকে ত্রিশটি সিনেমা বানানো হয়। আমি সিনেমার প্রস্তাব পাই। কিন্তু অনেক সিনেমার স্ক্রিপ্ট পড়ে নিজেকে মানানসই মনে হয়না। আগে রাইটাররা অভিনেত্রীকে মাথায় রেখে স্ক্রিপ্ট লিখতেন। এখন সেটা করা হয়না। সেজন্য গড় হিসাবে আমি কাজ কম করছি। তাছাড়া আমি সংখ্যার চেয়ে মানে বিশ্বাসী।’

সম্প্রতি ‘কাট পিছ’ নামে একটি পোস্টার নিয়ে অনলাইনে বেশ আলোচনা হয়। সমালোচনাও হয় পপিকে নিয়ে। যদিও পপি এসব সমালোচনা ইতিবাচকভাবে দেখেন। তবে যতোই আলোচনা-সমালোচনা হোক পপি মনে করেন সিনেমাটির গল্প অন্যসব গল্পের থেকে আলাদা।

পপি অভিনীত ‘জীবন যন্ত্রণা’, ‘দুই ভাইয়ের যুদ্ধ’সহ বেশকিছু সিনেমা মুক্তির তালিকায় রয়েছে। খুব শিগগিরই সেসব সিনেমা মুক্তি পাবে বলে জানান তিনি।

সারাবাংলা/আরএসও/পিএ

অনন্য মামুন ইন্দুবালা ওয়েভ সিরিজ পপি

বিজ্ঞাপন

টেস্টকে বিদায় বললেন সাউদি
১৫ নভেম্বর ২০২৪ ০৯:৪৪

আরো

সম্পর্কিত খবর