Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কে করবেন দীপিকার বিয়ের শাড়ির নকশা?


২৪ অক্টোবর ২০১৮ ১৫:০০ | আপডেট: ২৪ অক্টোবর ২০১৮ ১৫:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বলিউডে আরও একটি বিয়ের সানাই বাজতে চলেছে। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর অবশেষে গাঁটছাড়া বাঁধতে চলেছেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। নভেম্বরের [১৪ তারিখ] শীতে ইতালিতে মিতালি হবে বলিউডের এই প্রেমিক জুটির। এখন পুরোদমে চলছে বিয়ের প্রস্তুতি।

এদিকে দীপিকা বিয়ের দিন কার নকশা করা শাড়ি পরে বিয়ের পিঁড়িতে বসবেন? ভক্তদের মনে এ রকম একটি প্রশ্ন উঁকি দিচ্ছে। শুধু দীপিকা নন, যেকোন বলিউড তারকার বিয়ের শাড়ি নিয়ে বরাবরই আগ্রহ থাকে ভক্তদের।

ভারতের প্রখ্যাত ফ্যাশান ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় করতে পারেন দীপিকার শাড়ির ডিজাইন। এ রকম এক সম্ভাবনা উসকে দিলেন সব্যসাচী নিজের ইন্সটাগ্রামে। দীপিকার শাড়ি পরা একটি ছবি প্রকাশ করে তেমনটাই ইঙ্গিত দিয়েছেন।

বিজ্ঞাপন

সব্যসাচী মুখোপাধ্যায় ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেয়েছেন। এই মুহূর্তে ভারতের তারকা ডিজাইনারদের একজন কলকাতার এই বাঙালি ছেলে। বিশ্বের বিভিন্ন প্রান্তে তার ব্র্যান্ডের জনপ্রিয়তা রয়েছে। তিনি লাক্সের বিজ্ঞাপনে দীপিকা পাড়ুকনের পরনের শাড়িটিরও ডিজাইন করেছেন। তাই হয়ত বলা যায় সব্যসাচীই করবেন দীপিকার বিয়ের শাড়ির ডিজাইন। এর আগে সব্যসাচী আনুশকা শর্মা ও বিরাট কোহলির বিয়ের পোশাক ডিজাইন করেছিলেন।

দীপিকা ও রণবীর সিংয়ের বিয়ে দুই রকম রীতিতে হবে। দক্ষিণ ভারত আর উত্তর ভারতের রীতি অনুযায়ী হবে বিয়ের লগ্ন।

সারাবাংলা/আরএসও/টিএস

দীপিকা পাডুকন রণবীর সিং সব্যসাচী মুখোপাধ্যায়